রোহিতকে খেলাতে মরিয়া ভারত, বাকি ২ করোনা পরীক্ষার ফলের দিকে তাকিয়ে দ্রাবিড়

রোহিতকে খেলাতে মরিয়া ভারত, বাকি ২ করোনা পরীক্ষার ফলের দিকে তাকিয়ে দ্রাবিড়

কলকাতা: করোনার ধাক্কায় ঘরবন্দি রোহিত শর্মা (Rohit Sharma)। এজবাস্টনে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টে ভারতীয় দলের নবনিযুক্ত অধিনায়কের খেলা নিয়ে ঘোরতর সংশয় রয়েছে। কিন্তু রোহিতকে পেতে মরিয়া ভারতীয় শিবির (Team India)। মুম্বইকরের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে সাফ জানিয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

বুধবারই জানা যায় যে, রোহিতের করোনা এখনও সারেনি। এদিন বিকেলের দিকে এ-ও রটে যায় যে, রোহিতের পরিবর্তে যশপ্রীত বুমরাকেই এজবাস্টন টেস্টের জন্য অধিনায়ক ঘোষণা করতে চলেছে ভারতীয় শিবির। জোর আলোচনা শুরু হয়ে যায়, কপিল দেবের পর এই প্রথম কোনও পেসার ভারতীয় দলকে টেস্টে নেতৃত্ব দেবে তা নিয়ে।

যদিও বার্মিংহ্যামে ভারতীয় শিবিরে থাকা এক কর্তা মোবাইল ফোনে এবিপি লাইভকে জানিয়েছিলেন যে, রোহিতকে নিয়ে এখনই হাল ছাড়া হচ্ছে না। তাঁর জন্য পৃথক প্র্যাক্টিসের ব্যবস্থা করা হয়েছিল বলেও জানান ওই কর্তা। নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে ওই কর্তা বলেন, ‘২৬ জুন থেকে রোহিতের কোয়ারেন্টিন পর্ব শুরু হয়েছে। নিয়মমাফিক পাঁচদিন নিভৃতবাসে থাকার কথা রোহিতের। সেক্ষেত্রে ৩০ জুন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার কথা ওর। আমরা চেয়েছিলাম, ১ জুলাই থেকে শুরু হতে চলা টেস্টের জন্য রোহিত যেন কিছুটা হলেও প্র্যাক্টিসের সুযোগ পায়। তাই ওর জন্য় সবরকম করোনাবিধি মেনে আলাদা প্র্যাক্টিসের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। কারণ, মঙ্গলবার রাতে আরটিপিসিআর পদ্ধতিতে রোহিতের যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, বুধবার সকালে সেই পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।’

তাহলে কি রোহিতকে পাওয়া যাবে না ধরেই নিয়েছে ভারত? বুধবার রাতের দিকে ভারতীয় দলের কোচ এজবাস্টন থেকে জুম কলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘রোহিত এখনও এজবাস্টন টেস্টের বাইরে নয়। ভারতীয় দলের মেডিক্যাল টিম ওকে পর্যবেক্ষণ করছে। তবে হ্যাঁ, ওকে পেতে গেলে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। আমাদের হাতে এখনও ৩৬ ঘণ্টা মতো সময় রয়েছে। আজ (বুধবার) রাতে ও কাল (বৃহস্পতিবার) সকালে ওর আরও দুটো করোনা পরীক্ষা হবে। তারপর আমাদের মেডিক্যাল ও স্পোর্টস সায়েন্স টিম ঠিক করবে ওকে নিয়ে কী করা হবে। নিভৃতবাসে রয়েছে বলে ওকে আমি দেখিনি।’

সেই সঙ্গে দ্রাবিড় যোগ করেন, ‘তবে ও খেলতে না পারলে কে নেতৃত্ব দেবে, তা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বা নির্বাচকেরা আনুষ্ঠানিকভাবে জানাবেন। আমাদের সেটা বলার কথা নয়।’

যা পরিস্থিতি তাতে বেন স্টোকস-জো রুটদের বিরুদ্ধে এখনও রোহিতকে পাওয়ার আশা ছাড়ছে না ভারতীয় শিবির।

(Source: abplive.com)