
এজবাস্টন: টেস্টে ভারত অধিনায়ক হিসেবে শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে শুভমন গিলকে (Shubhman Gill)। নিজে ব্যাট হাতে প্রথম ইনিংসে শতরান হাঁকালেও তাঁর নেতৃত্ব, অনফিল্ড কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে মাঝে মধ্যেই। রোহিত শর্মা আচমকাই টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ানোর পর শুভমন গিলকেই টেস্ট ফর্ম্য়াটে দেশের অধিনায়ক নির্বাচিত করা হয়। ২৫ বছরের তারকা ব্যাটার ও তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও রবি শাস্ত্রী (Ravi Shastri) আরও সময় দিতে চান তরুণকে।
উইজডেনের ক্রিকেট পডকাস্টে এসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ বলেন, ”আমি খুব হতাশ হব যদি গিলকে পর্যাপ্ত সুযোগ না দেওয়া হয়। ওর মধ্য়ে সেই ক্ষমতা রয়েছে। ওর ব্যাটিংয়ের সময় পরিণতবোধ দেখা যায়।”
শাস্ত্রী আরও বলেন, ”গিল অনেক পরিণত ক্রিকেটার। যেভাবে মিডিয়াকে সামলাচ্ছে ও। যেভাবে সাংবাদিক বৈঠকে অংশ নিচ্ছে, টসের সময় যেভাবে কথা বলছে, তার থেকেই ওর পরিণতবোধ চোখে পড়েছে। আমি বলব ওকে তিন বছর সময় দেওয়া হোক। এই সিরিজের ফল যাই হোক না কেন, গিলকে সময় দেওয়া উচিৎ। তাহলেই দেখা যাবে যে তার ফলও পাওয়া যাবে।”
এজবাস্টনে এখনও পর্যন্ত কোনও ম্য়াচে জিততে পারেনি ভারত টেস্ট ক্রিকেটের ইতিহাসে। ১৯৬৭ সালে প্রথমবার এই মাঠেই খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই থেকে এখনও পর্যন্ত এই মাঠে কোনও ম্য়াচ জিততে পারেনি ভারতীয় ক্রিকেট দল। এখনও পর্যন্ত মোট আটটি টেস্ট খেলতে নেমেছে এজবাস্টনে। সাতটি ম্য়াচে হেরেছে ভারত। একটি ম্য়াচ ড্র করেছে। ইংল্যান্ডের মাটিতে ২০১১ সালে ইনিংস ও ২৪২ রানে এজবাস্টনে হেরেছিল ভারতীয় দল। সেই দলের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম বাজে হার ছিল।
হেডিংলেতে জসপ্রীত বুমরা ছাড়া কোনও ভারতীয় বোলারই দাগ কাটতে পারেননি। বুমরা ছাড়াও ২০ উইকেট নিতে পারেননি ভারতীয় বোলিং লাইন আপ। তবে বুমরা ছাড়া বাকি বোলাররা বার্মিংহ্যামে কতটা প্রভাব ফেলতে পারেন, তা দেখার। এদিকে, শুধু বুমরাই নন। দ্বিতীয় টেস্টে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন সাই সুদর্শনও। প্রথম টেস্টে দুটো ইনিংসেই বড় রান ককরচে পারেননি। তার জন্যই সুদর্শনকে বসানো হতে পারে রিজার্ভে। সেক্ষেত্রে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে সুযোগ দেওয়া হতে পারে।
(Feed Source: abplive.com)
