এজবাস্টনে শুভমন গিলকে টিম ইন্ডিয়ার একাদশে দুই বড় বদল ঘটানোর পরামর্শ ভারতীয় প্রাক্তনীর

এজবাস্টনে শুভমন গিলকে টিম ইন্ডিয়ার একাদশে দুই বড় বদল ঘটানোর পরামর্শ ভারতীয় প্রাক্তনীর

বার্মিংহাম: ইংল্যান্ডের মাটিতে (ENG vs IND) প্রথম টেস্টে পাঁচ পাঁচটি শতরান, তাও পরাজয়। এমন ঘটনা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনও হয়নি। তবে লিডসে পরাজিত হয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ের শুরুতেই পিছিয়ে পড়েছে ভারতীয় দল। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। নিঃসন্দেহেই সিরিজ়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ঝাঁপাবে টিম ইন্ডিয়া। এই টেস্টে ভারতীয় একাদশে কেমন কী হয়, কোনও বদল ঘটানো হয় কি না, সেইদিকে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীর নজর রয়েছে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপ দাশগুপ্ত (Deep Dasgupta) কিন্তু প্রথম টেস্টের একাদশ থেকে দ্বিতীয় টেস্টে দুই বদল দেখতে চাইছেন। দীপের মতে করুণ নায়ারকে তিন নম্বরে খেলানো উচিত। সেক্ষেত্রে সাই সুদর্শনকে দল থেকে বাদ দিতে হবে। তিনি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘স্বাভাবিকভাবে প্রথম টেস্টের পরেই খুব বেশি বদল ঘটাতে চায় না কেউই, তবে এটা একটা তরুণ দল, সেই কথাটাও মাথায় রাখতে হবে। অধিনায়ক নতুন, দলটাতেও অনেকে নতুন। তাই সঠিক ভারসাম্য খুঁজে পাওয়াটা জরুরি। করুণ নায়ার তিন নম্বরে ব্যাট করেই বেশি রান করেছেন এবং ভারতীয় এ দলের হয়েও তিনেই ব্যাট করেছিলেন। তাই ওকে তিন নম্বরেই ব্যাট করানোর চেষ্টা করা উচিত।’

তিনি আরও যোগ করেন, ‘করুণ তিনে ব্যাট করলে ছয় নম্বরে নীতীশ কুমার রেড্ডির মতো একজনের জায়গা তৈরি হয়। ও প্রয়োজনে দলের হয়ে কয়েকটি ওভার বলও করতে পারবে। আমি এক্ষেত্রে সাই সুদর্শনের সঙ্গে কথা বলতাম। ওকে বোঝাতাম যে এটা প্রথম টেস্টের পারফরম্যান্সের ভিত্তিতে হয়নি, এটা দলের স্বার্থে করা হচ্ছে। এই কথোপকথনটা, গোটা বিষয়টা বোঝানোটা খুব জরুরি।’

এর পাশাপাশি ভারতীয় প্রাক্তনীর মতে যেহেতু বার্মিংহামের এজবাস্টনে সাধারণত ব্যাটিং সহায়ক পিচই দেখা যায়, তাই সেক্ষেত্রে আট নম্বরে কুলদীপ যাদবকে খেলানোটা লাভদায়ক হতে পারে। তিনি টিম ইন্ডিয়ার গেমচেঞ্জার হয়ে উঠতে পারেন। ‘বার্মিংহামে যেহেতু সচরাচর ব্যাটিং সহায়ক পিচ হয়, তাই আমি দলে কুলদীপকে দেখতে চাই। দলের প্রথম পাঁচজন ব্যাটার ফর্মে থাকলে সুবিধাটা হয় যে আট নম্বর ব্যাটারের রানের ওপর খুব একটা নির্ভরশীল হতে হয় না।’ বলেন দীপ। এবার ভারতীয় দল দ্বিতীয় টেস্টে আদৌ কোনও বদল ঘটায় কি না, এটা দেখার বিষয় হতে চলেছে।

(Feed Source: abplive.com)