
লন্ডন: ইংল্যান্ড রমরমিয়ে চলছে ভারত বনাম ইংল্যান্ডের সিরিজ় (India vs England)। একদিকে যেখানে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে ব্যস্ত, সেখানে ভারতীয় মহিলা দলও কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলছে। এর ফাঁকেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করলেন শুভমন গিল, হরমনপ্রীত কৌররা।
সোমবারই ভারত বনাম ইংল্যান্ডের পুরুষ দলের তৃতীয় টেস্ট শেষ হয়েছে। আবার বুধবার থেকে শুরু হবে ভারতীয় মহিলা দলের সঙ্গে ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ়। এরই মাঝে দুই দলই মঙ্গলবার, ১৫ জুলাই হাজির হয়েছিল সেন্ট জেমস প্যালেসে। সেখানেই ব্রিটেনের রাজার সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটাররা সাক্ষাৎ করেন। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) এবং যুক্তরাজ্যে ভারতের হাই কমিশনার বিক্রম ডোরাইস্বামীও এই সাক্ষাৎকারের সময় দলগুলির সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন।
এই সাক্ষাৎকারে গিলের সঙ্গে রাজা চার্লস তৃতীয় টেস্টের প্রসঙ্গে কথাবার্তা বলেন। গিল জানান যে ব্রিটেনের রাজা কথাবার্তার সময় বলেন ভারতীয় দল যেভাবে লড়াই করছিল এবং তারপর যেভাবে শেষটা হয়, সেটা দুর্ভাগ্যজনক ছিল। এই বিষয়ে ভারতীয় অধিনায়ক গিল রাজাকে জানান, ‘দিনের শেষে এটা তো একটা ক্রিকেট ম্যাচই’। দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ ও যশপ্রীত বুমরার সঙ্গেও তিনি আলাদাভাবে হাসিঠাট্টা করেন। দলের বাকিদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন। এরপরেই তিনি ভারতীয় মহিলা দলের সঙ্গে সাক্ষাৎ করেন। মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানান তৃতীয় চার্লস তাঁদের সফর কেমন ছিল, এইসব বিষয়ে জিজ্ঞেস করেন।
দ্বিতীয় টেস্টে ম্য়াচজয়ী বোলিংয়ের পরেই নিজের পারফরম্যান্সকে ক্যান্সারের লড়াই করা দিদিকে উৎসর্গ করেছিলেন আকাশ দীপ। এই সাক্ষাতের সময়ই রাজীব শুক্লা জানান ব্রিটেনের রাজা আকাশ দীপের দিদির শরীর কেমন আছে, সেই বিষয়েও জিজ্ঞেস করতে ভোলেননি। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সহ-সভাপতি জানান, ‘খেলোয়াড়রা তো ওঁর সঙ্গে দেখা করে খুব খুশি কারণ সকলের ব্যক্তিগত না না খুঁটিনাটি বিষয়ে ওঁ জিজ্ঞেস করেন। ওঁ আমাদের জিজ্ঞেস করে আমরা অরুণ জেটলির বন্ধু কি না, তাঁর (অরুণ জেটলি) খবর কী। যখন আমি তাঁর মৃত্যুসংবাদ দিই, সেই সময় তিনি (রাজা চার্লস) তাঁর পরিবারকে সমবেদনা জানানোর কথাও বলেন। পাশাপাশি আকাশ দীপের দিদির শারীরিক অবস্থার কথাও জিজ্ঞেস করেন তিনি।’
এদিন রাজা চার্লসের পাশাপাশি ভারতীয় দলের তারকারা ব্রিটিশ অভিনেতা ও সঙ্গীতশিল্পী ইদ্রিস এলবার সঙ্গেও সাক্ষাত সারেন।
(Feed Source: abplive.com)
