নিজস্ব প্রতিবেদন: ২৭ বছরের কর্মজীবনে একদিনও নেননি ছুটি! শিরোনামের শুধু এই অংশ পড়েই নিশ্চয়ই চমকে গিয়েছেন। বাস্তবে ঠিক এটাই করেছেন বার্গার কিংয়ের ( Burger King) কর্মচারী কেভিন ফোর্ড (Kevin Ford)। এমনকী নেননি উইক-অফও! এমন বিরল নিষ্ঠাবান কর্মীকে কেভিনের সংস্থা কিন্তু সেভাবে কোনও স্বীকৃতি দেয়নি। খুব বেশি হলে সিনেমার টিকিট, স্টারবাকস সিপার ও কিছু চকলেট-সহ পেয়েছেন গুডি ব্যাগ। তবে কেভিনের মেয়ে সেরিনা তাঁর বাবার জন্য সবচেয়ে বড় চমক তুলে রেখেছিলেন! বাবা ভাবতেও পারেননি যে, মেয়ে তাঁর জন্য এমনটা করতে পারেন।
এখন প্রশ্ন কী করেছেন সেরিনা। বাবার এই কঠোর পরিশ্রমের স্বীকৃতির জন্য তিনি নেটদুনিয়া বেছে নিয়েছিলেন। ক্রাউড-ফান্ডিং ওয়েবসাইটে ‘গো ফাউন্ড মি’-তে গিয়ে বাবার লড়াইয়ের গল্পটা তুলে ধরেছিলেন, সেরিনা জানান যে, তাঁদের বড় করার জন্যই এই অসাধ্যসাধান করেছেন কেভিন। নেটিজেনরা এই লড়াইয়ের এই গল্প শুনে আর হাত গুটিয়ে থাকেননি। কেভিনের জন্য সমর্থনই শুধু করেননি। ঢেলে দিয়েছেন টাকা। জানা যাচ্ছে এখনই প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার ওপর অনুদান উঠেছে কেভিনের জন্য। সেরিনা ভাবতেও পারেননি যে, এমন ঘটতে পারে! জানা গিয়েছে যে, কমেডিয়ান ও অভিনেতা ডেভিড স্পেড সবার আগে দান করেছেন ৫ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৩. ৯ লক্ষ টাকা। বহু মানুষ এও বলেছেন, যে কর্মী তাঁর সংস্থার জন্য এই কাজ করেছে, সেই সংস্থার উচিত ছিল কেভিনকে অনেক আগেই স্বীকৃতি দেওয়ার।
(Source: zeenews.com)