Burger King: ২৭ বছরে একদিনও ছুটি নেননি! স্বীকৃতিতে মিলল দেড় কোটি টাকা
নিজস্ব প্রতিবেদন: ২৭ বছরের কর্মজীবনে একদিনও নেননি ছুটি! শিরোনামের শুধু এই অংশ পড়েই নিশ্চয়ই চমকে গিয়েছেন। বাস্তবে ঠিক এটাই করেছেন বার্গার কিংয়ের ( Burger King) কর্মচারী কেভিন ফোর্ড (Kevin Ford)। এমনকী নেননি উইক-অফও! এমন বিরল নিষ্ঠাবান কর্মীকে কেভিনের সংস্থা কিন্তু সেভাবে কোনও স্বীকৃতি দেয়নি। খুব বেশি হলে সিনেমার টিকিট, স্টারবাকস সিপার ও কিছু চকলেট-সহ পেয়েছেন গুডি ব্যাগ। তবে কেভিনের মেয়ে সেরিনা তাঁর বাবার জন্য সবচেয়ে বড় চমক তুলে রেখেছিলেন! বাবা ভাবতেও পারেননি যে, মেয়ে তাঁর জন্য এমনটা করতে পারেন।…