
অয়ন শর্মা: বিদেশে ডাক্তারি পড়তে যাচ্ছেন ভারতের হাজার হাজার পড়ুয়া। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল প্রায় ২০ হাজার পড়ুয়াকে। সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধের সময়েও ইরান থেকে ফিরেছেন কয়েক হাজার পড়ুয়া। পাশাপাশি চিন, বাংলাদেশ, নেপালেও ডাক্তারি পড়তে যাচ্ছেন ভারতের পড়ুয়ারা। এনিয়ে এবার ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের সতর্ক করল মেডিক্য়াল কমিশন। জানিয়ে দেওয়া হল, বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে পড়ল সেই ডিগ্রিকে মান্যতা দেওয়া হবে না।
মেডিক্যাল কমিশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, পরিকাঠামো নেই, পড়াশোনার মান ভাল নয়, ক্লিনিক্যাল ট্রেনিং এর ফেসিলিটি নেই, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, ভারতের স্বাস্থ্য শিক্ষার মানের তুলনায় খারাপ মানের এমন কিছু প্রতি্ঠান রয়েছে বিভিন্ন দেশে। ওই সমস্ত মেডিকেল কলেজ থেকে পাস করে ভারতে চিকিৎসা করতে এলে তাদের ডাক্তার বলে গণ্য করা হবে না। ভর্তি হওয়ার আগেই সতর্ক করা হল।
কোন কোন মেডিকেল কলেজ রয়েছে ওই তালিকায়
১.সেন্ট্রাল আমেরিকান হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি – আমেরিকা
২.কলম্বাস সেন্ট্রাল ইউনিভার্সিটি- আমেরিকা।
৩.ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্স -আমেরিকা
৪. চিরচিক ব্রাঞ্চ অফ তাসকেন্ত স্টেট মেডিকেল ইউনিভার্সিটি -উজবেকিস্তান।
উল্লেখ্য, মেক্সেকোয় ভারতীত দূতাবাস ও ভারতীয় বিদেশ মন্ত্রকের ইউরেশিয়া ডিভিশন বিষয়টি প্রথম নজরে আনে। সেখানে বলা হয় বিদেশে এমনকি আমেরিকার মতো দেশে এমনকিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে ভালো পড়ানো হয় না, পরিকাঠামো নেই, ভারতের ডাক্তারি পঠনপাঠনের মানের সঙ্গে ওইসব প্রতিষ্ঠান মোটেই সঙ্গতিপূর্ণ নয়।
(Feed Source: zeenews.com)
