‘ধূমকেতু’তে বিয়ের দৃশ্য শ্যুটের পর কেঁদেছিলেন শুভশ্রী? ‘আবেগ কখন…’, যা বললেন দেব

‘ধূমকেতু’তে বিয়ের দৃশ্য শ্যুটের পর কেঁদেছিলেন শুভশ্রী? ‘আবেগ কখন…’, যা বললেন দেব

এক সময় দেব-শুভশ্রী জুটি টলিপাড়ার অন্যতম সেরা জুটি ছিল। কেবল পর্দায় নয়, বাস্তবেও তাঁরা ছিলেন প্রেমের সম্পর্কে। কিন্তু মাঝে আসে বিচ্ছেদ, তারপরও ‘ধূমকেতু’তে একে অপরের সঙ্গে কাজ করতে রাজি হন তাঁরা। ‘ধূমকেতু’তে তাঁদের একাধিক প্রেম মাখা দৃশ্য দেখা যায়। কিন্তু সব থেকে আকর্ষণী যে দৃশ্য ছিল, তা হল তাঁদের বিয়ে দৃশ্য।

গুঞ্জন শোনা যায় এই দৃশ্য করার পর নাকি কাঁদতে কাঁদতে মেকআপ ভ‌্যানে ফিরে গিয়েছিলেন। সেটা কি আদৌও জানতেন দেব? সেটা জানার পর দেবের কী মনের কী অবস্থা হয়েছিল? এই প্রসঙ্গে নায়ক সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে নেই। অনেক বছরের পুরনো গল্প। আমার এটাও মনে নেই, সত্যি কি জানতাম কেঁদেছে কি কাঁদেনি। মনে হয় শুভশ্রী ভালো বলতে পারবে। কিছু জিনিস কেন হয় সেই মানুষটাও হয়তো জানে না। আবেগ কখন কীভাবে চালিত করে। সেই দিনগুলো চলে গিয়েছে, আর আলোচনার দরকার নেই। শুভশ্রী সুন্দর সংসার করছে, সে তার জীবনে সুখী। আমিও আমার জীবনে খুব খুশি।’

দেব আরও বলেন, ‘আমি অতীতে থাকতে ভালোবাসি না। তার মানে অতীতকে অসম্মান করি, তাও না। আমার সামনে এত কাজ। এত মানুষ তাকিয়ে আছেন আমার দিকে, কাজে মনোযোগ দিতেই হবে। আমি নিজেকে ইন্সপায়ার করি, মোটিভেট করি এইভাবে যে, কারও ক্ষতি করব না, আর নিজের ক্ষতিও হতে দেব না।’

প্রসঙ্গত, মাঝে নানা জটিলতার কারণে ‘ধূমকেতু’ আর বড় পর্দায় মুক্তি পায় না। মাঝে কেটে যায় ৯টা বছর। এই ৯ বছরে আর দেব-শুভশ্রীকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তারপর ২০২৫ জানা যায় ‘ধূমকেতু’ আসছে। চলতি বছরের ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে ছবি মুক্তির আগে বার বার উঠে আসছে দেব-শুভশ্রী জুটির প্রসঙ্গ। এই ৯ বছরে তাঁদের মধ্যে থাকা অব্যক্ত কথা বার বার জেনে নিতে চাইছেন দর্শকরা। আর তাই বার বার আলোচনায় উঠে আসছে অতীত।

(Feed Source: hindustantimes.com)