News
oi-Moumita Bhattacharyya
কোনওভাবেই থামানো যাচ্ছে না বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমারকে। খিলাড়ি তাঁর খেল দেখিয়েই চলেছেন। অক্ষয় কুমারকে সম্প্রতি দেখা গিয়েছে সম্রাট পৃথ্বীরাজ সিনেমায়, এরপর অভিনেতার পরবর্তী সিনেমা এ বছরের অগাস্টে মুক্তি পাবে, যার নাম রক্ষাবন্ধন। না, এরপরও অক্ষয় ব্রেক নেবেন না, বরং তাঁকে দেখা যাবে ক্যাপসুল গিল-এ।
অবাক হচ্ছেন তো ক্যাপসুল গিল কী? কয়লা খনির মুখ্য ইঞ্জিনিয়ার যশয়ন্ত গিল-এর বায়োপিক নিয়ে তৈরি এই সিনেমাটি এবং অক্ষয়কে প্রধান চরিত্রে দেখা যাবে এই সিনেমায়। এই সিনেমার শুটিংয়ের জন্য অক্ষয় ব্রিটেন যাবেন, সঙ্গে থাকবে রুস্তম খ্যাত পরিচালক তিনু সুরেশ দেশাই। যশয়ন্ত গিলের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে।
এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। গিল, যিনি ১৯৮৯ সালে রানীগঞ্জ কয়লা খনিতে বন্যার সময় উদ্ধার কাজে ৬০ জনের বেশি শ্রমিকের প্রাণ বাঁচিয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী, অক্ষয় জুলাই পর্যন্ত ব্রিটেনে থাকবেন শুটিংয়ের জন্য। এরপর তিনি ভারতে ফিরবেন রক্ষা বন্ধনের প্রমোশনের জন্য। ক্যাপসুল গিল-এ অক্ষয়কে দেখা যাবে তাঁর কেশরি সিনেমার সহ-অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। যিনি অক্ষয়ের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করবেন। পরিণীতি অক্ষয়ের সঙ্গে সেপ্টেম্বরে সিনেমার দ্বিতীয়ার্ধের শুটিংয়ে যোগ দিতে পারেন। এই শুটিং হবে রায়গড় ও পশ্চিমবঙ্গের রানীগঞ্জে।
অক্ষয় কুমারের আগামী ছবি রক্ষা বন্ধন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে ৷ বিশেষত, ছবির ট্রেলার মুক্তির পর গল্পের যে ইঙ্গিত সামনে এসেছে তা হৃদয় ছুঁয়ে গিয়েছে অনেকেরই ৷ তিন বোনের একমাত্র বড় দাদার চরিত্রে এখানে অভিনয় করছেন অক্ষয় কুমার ৷ এই দাদার মাথায় রয়েছে বোনেদের বিয়ে দেওয়ার চিন্তা ৷ তাঁর নিজের ব্যক্তিগত জীবন, খুশি, আনন্দ সমস্ত কিছুকেই দূরে ঠেলে দিয়েছে সে, শুধুমাত্র বোনেদের জন্য ৷ বৃহস্পতিবার সামনে এসেছে ছবির প্রথম গান ৷ গানটির শিরোনাম ‘তেরে সাথ হু ম্যায়’।
(Source: oneindia.com)