Kolkata HC: নিখোঁজ মেয়েকে পেতে আদালতের দ্বারস্থ, মামলা খারিজ

Kolkata HC: নিখোঁজ মেয়েকে পেতে আদালতের দ্বারস্থ, মামলা খারিজ

‌সপ্তাহ খানেক ধরে মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মেয়ের খোঁজ পেতে হাইকোর্ট মামলা দায়ের করেছিলেন মা। আদালতে মামলা দায়ের হলেও শেষ পর্যন্ত মেয়ের খোঁজ পাওয়া গিয়েছে। তরুণীর দাবি, নিজের ইচ্ছাতেই ঘর ছেড়েছেন তিনি। এরপর দুই পক্ষের বক্তব্য শোনার পর মামলাটি খারিজ হয়ে যায়।

জানা যায়, তরুণীর আচার আচরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তিত ছিলেন পরিবারের লোকেরা। তরুণীর অভিযোগ, তাঁর মত না নিয়েই তাঁকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন পরিবারের সদস্যরা। সেইজন্য গত ২০ মে বাড়ি ছেড়ে কসবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হোমে ওঠেন তরুণী। এদিকে যেহেতু মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, সেহেতু বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ তরুণীর মাকে মেয়ের সঙ্গে দেখা করতে পাঠান।

এদিন মামলাটির শুনানি শুরু হলে তরুণীর আইনজীবী আদালতকে জানায়, ‘‌মাকে দেখেই মেয়ে বলে ওঠেন, কেন এসেছ এখানে?‌ আমি তোমাদের সঙ্গে যাব না।’‌ পুলিশকে ওই তরুণী লিখিতভাবে জানিয়ে দেয়, কেউ তাঁকে জোর করে নিয়ে যায়নি। তিনি নিজের ইচ্ছাতেই ঘর ছেড়েছেন। পাড়া প্রতিবেশি ও পরিবারের লোকজনদের বিরূপ মন্তব্যে তিনি এই কাজ করেছেন। পুলিশের রিপোর্ট আর যাবতীয় নথি যাচাই করে দেখে আদালতের পর্যবেক্ষণ, তরুণী স্বেচ্ছায় বাড়ি ছাড়তেই পারেন। কিন্তু যেখানে মা তাঁকে নিয়ে যেতে এসেছেন, সেখানে মায়ের সঙ্গে তরুণী খারাপ ব্যবহার করতে পারেন না। তরুণীকে যাতে বুঝিয়ে সুজিয়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে ফেরানো যায় আইনজীবীকে সেই পরামর্শ দেন বিচারপতি।

(Source: hindustantimes.com)