ঋদ্ধি সেন–শুভশ্রীর অসম প্রেমের ছবি, প্রকাশ্যে ‘‌বিসমিল্লা’‌ ছবির টিজার পোস্টার

ঋদ্ধি সেন–শুভশ্রীর অসম প্রেমের ছবি, প্রকাশ্যে ‘‌বিসমিল্লা’‌ ছবির টিজার পোস্টার

শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধবেন ঋদ্ধি সেন

এই সিনেমায় শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁর থেকে ৮ বছরের ছোট ঋদ্ধি সেনের সঙ্গে। প্রথমবার ঋদ্ধি-শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এছাড়া, এই ছবিতে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তীরা।

বিসমিল্লার কাহিনি

জানা গিয়েছে, অসম বয়সী প্রেমের গল্প নিয়েই তৈরি এই ‘‌বিসমিল্লা’।‌ এক মুসলিম পরিবারের ছেলে যাঁর জীবনের ধ্যানজ্ঞান একটি বাদ্যযন্ত্র । ছবির নাম দেখেই বোঝা যাচ্ছে সেই বাদ্যযন্ত্রের নাম সানাই। আর এই সানাইয়ের সুর কীভাবে এক অসমবয়সী প্রেমের জন্ম দেয় সেটা দেখার জন্য অবশ্যই কিছুদিন অপেক্ষা করতে হবে। কিছুদিন আগেই রাজ চক্রবর্তী পরিচালিত ‘‌হাবজি গাবজি’‌ মুক্তি পেয়েছে এবং সেটা ভালোই ব্যবসা করেছে। অন্যদিকে পরমব্রত পরিচালিত ‘‌বৌদি ক্যান্টিন’‌-এর শুটিংও শেষ। শুধু তাই নয়, এই প্রথমবার ওয়েব সিরিজেও অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ওয়েব সিরিজের শুটিং

সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করবেন শুভশ্রী। দেবালয় ভট্টাচার্যের ‘ইন্দুবালা ভাতের হোটেল’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এটি। জুলাই থেকে এর শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। কলকাতা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হবে শ্যুটিং।

সোশ্যাল মিডিয়ায় সক্রিয় শুভশ্রী

অভিনয়ের পাশাপাশি ছেলে ইউভানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ছবি-ভিডিও শেয়ার করেন শুভশ্রী। স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গেও বিভিন্ন ইভেন্টে যোগ দিতে দেখা যায় তাঁকে। মা হওয়ার পর তাঁর ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল তবে কঠোর পরিশ্রম ও শরীরচর্চা তাঁকে ফের সাইজে ফিরিয়ে এনেছে। প্রায়ই শুভশ্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি-ভিডিও শেয়ার করে থাকেন।

(Source: oneindia.com)