অবশেষে সমস্যার সমাধান, এসরাজ শিল্পীর থেকে ক্ষমা চাইলেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষী

অবশেষে সমস্যার সমাধান, এসরাজ শিল্পীর থেকে ক্ষমা চাইলেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষী

চলতি সপ্তাহে শান্তিনিকেতনে অরিজিৎ সিং-এর দেহরক্ষীর সঙ্গে বিবাদ বাঁধে এলাকার এক এসরাজ শিল্পীর। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৈরি হয় বিতর্ক। তবে অবশেষে শনিবার গোটা ঘটনাটির মীমাংসা হয় স্থানীয় পুলিশের হস্তান্তরে।

কী ঘটেছিল?

শান্তিনিকেতনের সুভাষপল্লীর বাসিন্দা এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা অরিজিৎ সিং-এর দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে। ওই ব্যক্তির অভিযোগ অনুযায়ী, তিনি বাইকে চেপে কোপাইয়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে সঙ্গীতশিল্পীর নিরাপত্তারক্ষীরা পথ আটকে দাঁড়ান।

ওই ব্যক্তির আরও অভিযোগ, প্রথমে তাঁকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলা হয়। কিন্তু ১৫ মিনিট অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যখন তিনি যেতে চান তখন তাঁকে বলা হয় আরও ৩০ মিনিট অপেক্ষা করতে। দেরি হয়ে যাচ্ছে বলে তিনি জোর করে সেই রাস্তা দিয়ে যেতে চাওয়ায় গায়কের দেহরক্ষী তাঁকে প্রায় চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে দেন।

এই ঘটনায় শুধুমাত্র যে তিনি অপমানিত হয়েছেন তা নয়, হাতের একটি আংটিও হারিয়ে ফেলেন তিনি। শুরু হয়ে যায় হুলস্থুল কান্ড। এরপর পুলিশ এসে গোটা ব্যাপারটি নিয়ন্ত্রণে আনেন। গোটা ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হতেই শনিবার রাতে দুপক্ষকে শান্তিনিকেতন থানায় ডেকে ব্যাপারটির মীমাংসা করেন শান্তিনিকেতন থানার ওসি সহ পুলিশ আধিকারিকরা।

শ্যুটিং চলাকালীন বোলপুর বা আশেপাশের কোনও অংশের বাসিন্দারা যাতে কোনও সমস্যায় না পড়েন, সেই ব্যাপারে শ্যুটিংয়ে থাকা লোকজন শান্তিনিকেতন থানায় মুচলেখা জমা দেন। শুধু তাই নয়, সঙ্গীতশিল্পীর দেহরক্ষী আকাশ সোনার গোটা ঘটনায় ক্ষমা চেয়ে জানান, তিনি ভীষণভাবে লজ্জিত। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল।

অন্যদিকে কমলাকান্ত লাহাও অভিযোগ প্রত্যাহার করেছেন। শান্তিনিকেতন থানায় ব্যাপারটির মীমাংসা হয়ে গিয়েছে। দু পক্ষের আলোচনা হওয়ার পর এই অবাঞ্ছিত ঘটনার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন তিনি। এই বিষয়ে তাঁর আর কোনও অভিযোগ নেই বলেই জানা গিয়েছে।

(Feed Source: hindustantimes.com)