‘যতক্ষণ না আমরা…’,মেয়েদের বুকে জড়িয়ে জীবনের কোন সত্য উদঘাটন করলেন নীলাঞ্জনা?

‘যতক্ষণ না আমরা…’,মেয়েদের বুকে জড়িয়ে জীবনের কোন সত্য উদঘাটন করলেন নীলাঞ্জনা?

২০০৪ সালে নীলাঞ্জনাকে বিয়ে করেছিলেন যীশু সেনগুপ্ত। দুই মেয়ে সারা এবং জারাকে নিয়ে সুখে সংসার করছিলেন নীলাঞ্জনা। কিন্তু আচমকাই সেই সুখের সংসারে ধরল চিড়, নীলাঞ্জনা এবং যীশুর মধ্যে বাড়ল দূরত্ব।

টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল, যীশু নাকি নিজের আপ্ত সহায়কের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছেন, যার জেরে বিবাহিত সম্পর্কে ধরেছে ফাটল। ২০২৪ সালে একসময়ের এই পাওয়ার কাপলের ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরেই দেখা যায় নীলাঞ্জনা নিজের নাম থেকে সেনগুপ্ত পদবী মুছে দেন, দুই মেয়েও আনফলো করে দেন বাবাকে।

এই মুহূর্তে নীলাঞ্জনার গোটা দুনিয়া জুড়ে রয়েছে দুই মেয়ে সারা ও জারা। ছোট মেয়ে মায়ের সঙ্গে থাকলেও বড় মেয়ে এখন কর্মসূত্রে রয়েছেন মুম্বইয়ে। দুই মেয়েকে নিয়েই মা নীলাঞ্জনা ভীষণ গর্বিত। মাঝেমধ্যেই সেই সমস্ত কথাই তিনি সমাজমাধ্যমের পাতায় তুলে ধরেন। এবার দুই মেয়েকে বুকে জড়িয়ে ধরে জীবনের একটি অন্যরকম মানে তুলে ধরলেন তিনি।

দুই মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে নীলাঞ্জনা লেখেন, ‘সব সময় মনে রাখবেন, জীবন একটি বৃত্তের মতো। হতাশা এবং আশার মধ্যে দিয়েই আমাদের চলতে হয়। বিশ্বাস এবং ভালোবাসার মাধ্যমে আমাদের হেঁটে যেতে হয়। যতক্ষণ না আমরা আমাদের স্থান খুঁজে পাই, ততক্ষণ আনন্দের সঙ্গে এই বৃত্তের মধ্যে ঘুরতে হয় আমাদের। এটাই জীবনের বৃত্ত।’

নীলাঞ্জনার এই পোস্টে তাঁকে ভালোবাসা জানিয়েছেন সকলে। কেউ কেউ লিখেছেন, এখনও পর্যন্ত সব থেকে ভালো ছবি এটাই। কেউ আবার লিখেছেন, আপনার সন্তানরাই আপনাকে গর্বিত করবে একদিন।

প্রসঙ্গত, এই মুহূর্তে যিশু সেনগুপ্ত ডান্স বাংলা ডান্সের বিচারকের দায়িত্ব পালন করছেন সুনিপুণভাবে। অন্যদিকে যিশু সেনগুপ্তকে দেখা যাবে কাজলের সঙ্গে। ‘ট্রায়াল সিজন ২’ সিরিজটি মুক্তি পাবে ডিজনি+ হটস্টারে। আগামী দিনে ‘ভূত বাংলো’ ছবিতেও অভিনয় করতে দেখা যাবে যিশুকে।

প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে অভিনয় করবেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, তাবু সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। এই সিনেমাতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে যিশুকে।

তবে শুধু বলিউড নয়, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে ‘নিতাই’-এর চরিত্রে দেখা মিলবে তাঁর। বহু বছর পর আবার নিতাইয়ের চরিত্রে অভিনয় করবেন তিনি।

(Feed Source: hindustantimes.com)