‘যতক্ষণ না আমরা…’,মেয়েদের বুকে জড়িয়ে জীবনের কোন সত্য উদঘাটন করলেন নীলাঞ্জনা?
২০০৪ সালে নীলাঞ্জনাকে বিয়ে করেছিলেন যীশু সেনগুপ্ত। দুই মেয়ে সারা এবং জারাকে নিয়ে সুখে সংসার করছিলেন নীলাঞ্জনা। কিন্তু আচমকাই সেই সুখের সংসারে ধরল চিড়, নীলাঞ্জনা এবং যীশুর মধ্যে বাড়ল দূরত্ব। টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল, যীশু নাকি নিজের আপ্ত সহায়কের সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছেন, যার জেরে বিবাহিত সম্পর্কে ধরেছে ফাটল। ২০২৪ সালে একসময়ের এই পাওয়ার কাপলের ডিভোর্সের গুঞ্জন ছড়িয়ে পড়ার পরেই দেখা যায় নীলাঞ্জনা নিজের নাম থেকে সেনগুপ্ত পদবী মুছে দেন, দুই মেয়েও আনফলো করে দেন বাবাকে। এই…

