Jadavpur University: নেশা নাকি ঘুমের ওষুধ? যাদবপুরে ছাত্রী মৃত্যুতে ক্রমশ জটিল হচ্ছে রহস্য, সহপাঠীরা বলছে…

Jadavpur University: নেশা নাকি ঘুমের ওষুধ? যাদবপুরে ছাত্রী মৃত্যুতে ক্রমশ জটিল হচ্ছে রহস্য, সহপাঠীরা বলছে…

একটি সূত্রে জানা গিয়েছে, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত‍্যার চেষ্টা করেছিলেন ছাত্রী। নেশা করেও ভারসাম‍্য রাখতে না পেরে জলে পড়ে গিয়েছিলেন মৃত‍া, এ সম্ভানার কথাও জানা গিয়েছে।

নেশা নাকি ঘুমের ওষুধ? যাদবপুরে ছাত্রী মৃত্যুতে ক্রমশ জটিল হচ্ছে রহস্য, সহপাঠীরা বলছে…

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে ছাত্রীর মৃত‍্যু ঘিরে ক্রমশ ঘনাচ্ছে রহস‍্য। বৃহস্পতিবার ঝিলপাড় থেকে উদ্ধার হয় ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ। ছাত্রীটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ক্যাম্পাসেরই ঝিলপাড় থেকে। তদন্তে মৃত‍্যুর কারণ সম্পর্কে উঠে আসছে একাধিক তথ‍্য। একটি সূত্রে জানা গিয়েছে, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত‍্যার চেষ্টা করেছিলেন ছাত্রী। নেশা করেও ভারসাম‍্য রাখতে না পেরে জলে পড়ে গিয়েছিলেন মৃত‍া, এ সম্ভানার কথাও জানা গিয়েছে।