
কলকাতা: বাংলা চলচ্চিত্রের ইতিহাস এইরকম ব্যক্তিত্বময়ী, প্রতিভাবান অভিনেত্রী খুব কমই পেয়েছে, এই কথা বললে অত্যুক্তি করা হবে না। খুব স্বল্প অভিনয় জীবনের মধ্যেই, দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন তিনি। যতদিন অভিনয় করেছেন, দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক মনে রাখার মতো ছবি। কিন্তু খুব অল্প বয়সে বাংলা চলচ্চিত্র জগৎ হারায় তাঁকে। এই নায়িকার মৃত্যু আজও রহস্যাবৃত। শুধু তাই নয়, এই নায়িকার অভিনয় জীবনের পাশাপাশি, ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের অনেক প্রশ্ন রয়েছে গিয়েছে। আর এবার, সেই নায়িকার জীবনকেই বড়পর্দায় তুলে আনার পরিকল্পনা করেছেন, প্রযোজক রানা সরকার (Rana Sarkar)।
বড়পর্দায় আসছে, মহুয়া রায়চৌধুরী (Mahua Roy Choudhury)-র বায়োপিক। এই ঘোষণা অবশ্য প্রযোজনা সংস্থার তরফ থেকে আগেই করা হয়েছিল। সিনেমাটির পরিচালনা করছেন সোহিনী ভৌমিক। তবে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে চমক বজায় রেখেছিলেন পরিচালক প্রযোজক। আজ, মহুয়া রায়চৌধুরীর জন্মদিন। আর সেই দিনই ছবির প্রধান কাস্টিং প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক। ছবিতে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)-কে। আপাতত ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে মুখ্যচরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের জন্য যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে বড়পর্দায় এখনও কাজ করেননি তিনি। মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তাঁর প্রথম বড়পর্দায় কাজ হতে চলেছে।
প্রথমবার বড়পর্দায় কাজ, তাও মহুয়া রায়চৌধুরীর মতো চরিত্রে! কতটা প্রস্তুত অঙ্কিতা? অভিনেত্রী বলছেন, ‘এই চরিত্র তো যে কোনও মানুষের কাছেই স্বপ্ন। বাংলা সিনেমার কিংবদন্তি ছিলেন উনি, কত ছবি যে দেখেছি ওঁর। তবে কোনোদিন ভাবিনি, ওঁর মতো একজনের চরিত্রে অভিনয় করার সুযোগ পাব। আমার কাছে যখন এই চরিত্রের অফার আসে, সত্যিই না বলবার কোনও কারণ পাইনি। আমার প্রথম বড়পর্দায় কাজ, তাও মহুয়া রায়চৌধুরীর চরিত্রে… বাস্তব নয়। এখনও গোটা বিষয়টা আমার কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছে। আমি এই চরিত্রে অভিনয় করব, এই কথা পাকা হওয়ার পর থেকেই ওঁর ছবি আরও দেখতে শুরু করেছি, ওঁর সম্পর্কে আরও জানছি। তবে অনেক না পাওয়া উত্তর রয়েছে। আশা করি কাজ করতে গিয়ে সব উত্তর পেয়ে যাব।’
যে নায়িকার ছবি এখনও মানুষের মনে স্পষ্ট, ধারাবাহিকের চরিত্রের ছাপ কাটিয়ে উঠে, সেই নায়িকাকে পর্দায় ফুটিয়ে তোলা অঙ্কিতার কাছে কতটা কঠিন? অভিনেত্রী বলছেন, ‘কঠিন তো অবশ্যই। তবে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে ধারাবাহিকের নায়ক নায়িকা মানুষের মন জয় করেছে। আবার সেই যখন বড়পর্দায় কাজ করেছে, দর্শক তাঁকে নতুন চরিত্রেও আপন করে নিয়েছেন। আমি এখনও পর্যন্ত প্রস্তুতি কিছু শুরু করিনি। ধারাবাহিক শেষ হলে, তারপরে প্রস্তুতির সময় পাব। মহুয়া রায়চৌধুরীর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করব। ওঁর সঙ্গে আমার তুলনাই চলে না, তবে আপ্রাণ চেষ্টা করব ওঁর চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে।’
(Feed Source: abplive.com)
