বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনালে ভারত

বাংলাদেশকে হারিয়ে অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনালে ভারত

 


দুবাই: অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্য়াচেও ৪১ রানে জয় ছিনিয়ে নিল সূর্যকুমার যাদবের দল। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৬৮/৬ বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর পাকিস্তান-বাংলাদেশ দ্বৈরথ এখন হয়ে দাঁড়াল এবারের এশিয়া কাপের নক আউট ম্যাচ। যাঁরা জিতবে, তাঁরাই ফাইনালে উঠে যাবে।

প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬৮ রানই বোর্ডে তুলতে পেরেছিল ভারতীয় দল। বাংলাদেশের বোলিং লাইন আপ খুব কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। বল হাতে মাঠে নামার পর বাংলাদেশের ব্যাটারদের আটকানোর মূল কাজটা ছিল জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর। বাংলাদেশ শিবিরে প্রথম ধাক্কাটা দিয়েছিলেন বুমরা। তানজিদ হাসান তামিমের উইকেট তুলে নেন। মাত্র ১ রান করে ফিরে যান বাংলাদেশ ওপেনার। উল্টোদিকে সৈফ হাসান ছিলেন দুর্দান্ত ছন্দে। আগের ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। এদিনও ভারতের বিরুদ্ধে অর্ধশতরান হাঁকান। একদিকে তিনি ছিলেন, উল্টোদিকে ক্রিজে একের পর এক উইকেট পড়তে থাকে। 

ভারতের স্পিন আক্রমণ একের পর এক আক্রমণ করতে থাকে এরপর। বরুণ চক্রবর্তী একটু বেশিই রান খরচ করেছিলেন। কিন্তু কুলদীপ ও অক্ষর আকমরমণে আসতেই বরুণও ছন্দে ফিরে আসেন। শেষ পর্যন্ত ১২৭ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ।

এর আগে এদিন টস জিতে প্রথমে বাংলাদেশ অধিনায়ক ফিল্ডিং নিয়েছিলেন। প্রথম তিন ওভারে ভারতীয় দল বোর্ডে উঠেছিল মাত্র ১৭ রান। কিন্তু এরপরই গিয়ার বদলে নেন অভিষেক। যে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত। সেই ধুমধারাক্কা ব্যাটিংই দেখা গেল অভিষেকের থেকে। পাওয়ার প্লে শেষে ভারত বোর্ডে তুলল ৭২/০। অভিষেক মাত্র ২৫ বলে অর্ধশতরান পূরণ করলেন। শুভমন ভাল শুরু করেও শেষ পর্যন্ত ২৯ রান করেই আউট হলেন। শিবম দুবে এসেছিলেন তিন নম্বরে। কিন্তু ব্যাটিং অর্ডারে প্রমোশন পেলেও তা কাজে লাগাতে পারলেন না বাঁহাতি অলরাউন্ডারসূর্যকুমার যাদবও এদিন ব্যর্থ হলেন। ১১ বলে খেলে মাত্র ৫ রান করেন তিনি। মুস্তাফিজুরের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন। তবে তাঁর আগে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হলেন অভিষেক শর্মা। রিষাদ হোসেন পয়েন্টে দারুণ ফিল্ডিং করেন।

(Feed Source: abplive.com)