‘অমিত শাহের বৈঠকে হাজির ছিল লস্কর জঙ্গি’, বিচারবিভাগীয় তদন্তের দাবি তৃণমূলের

‘অমিত শাহের বৈঠকে হাজির ছিল লস্কর জঙ্গি’, বিচারবিভাগীয় তদন্তের দাবি তৃণমূলের

অমিত শাহের উপস্থিতিতে বিজেপির বৈঠকে হাজির ছিল জম্মু ও কাশ্মীরে ধৃত জঙ্গি। এমনই দাবি করে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাল তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে রাজস্থানের উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ডেও একই দাবি তুলেছে পশ্চিমবঙ্গের শাসক দল।

মঙ্গলবার তৃণমূলের সাংবাদিক বৈঠকে একটি ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়ে দাবি করা হয়, বিজেপি নেতাদের সঙ্গে দাঁড়িয়ে আছে লস্কর-ই-তৈবার জঙ্গি তালিব হুসেন। যে বৈঠকে হাজির ছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। সেই ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখিয়ে তৃণমূল নেত্রী শশী পাঁজা দাবি করেন, ‘এই ঘটনায় বিজেপির সঙ্গে জঙ্গি যোগ ফাঁস হয়ে গিয়েছে। ’

গত সপ্তাহে জম্মু ডিভিশনের রিয়াসি জেলায় কমান্ডার তালিব-সহ দুই লস্কর জঙ্গিকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারইমধ্যে অভিযোগ ওঠে, তালিব হল বিজেপির সদস্য। তাকে সংখ্যালঘু মোর্চার আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে নিয়োগ করা হয়েছিল। সেই রেশ ধরে শশী বলেন, ‘এটা অত্যন্ত গুরুতর বিষয়। আমরা বিচারবিভাগীয় তদন্ত চাই।’ যদিও ইতিমধ্যে জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দর রায়না বলেছেন, ‘বিজেপির কোনও সক্রিয় কর্মী বা দলের প্রাথমিক সদস্য – কোনওটাই ছিল না তালিব হুসেন।’

সেইসঙ্গে উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ডেও বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছে তৃণমূল। পয়গম্বর নিয়ে মন্তব্য বিতর্কে নূপুর শর্মার সমর্থনে পোস্ট করেছিলেন উদয়পুরের দর্জি কানাহাইয়া লাল। তাঁকে মুণ্ডচ্ছেদ করে নৃশংসভাবে হত্যা করে রিয়াজ আটারি এবং মহম্মদ ঘাউজ। সেই ঘটনার নিন্দা করে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুরকেও গ্রেফতারির দাবি জানিয়েছে তৃণমূল।

(Source: hindustantimes.com)