শাশুড়ির হাতে খেয়েছি বহু বাঙালি পদ, ‘‌হিট:‌ দ্য ফার্স্ট কেস’‌–এর প্রচারে কলকাতায় রাজকুমার রাও

শাশুড়ির হাতে খেয়েছি বহু বাঙালি পদ, ‘‌হিট:‌ দ্য ফার্স্ট কেস’‌–এর প্রচারে কলকাতায় রাজকুমার রাও

সানিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ

প্রসঙ্গত এই ছবির ট্রেলার লঞ্চের পর থেকেই দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল। রাজকুমার রাও ও সানিয়া মালহোত্রা অভিনীত এই সাসপেন্স থ্রিলার ছবিতে অভিনেতাকে দেখা যাবে এক ‘‌হিট’‌ অর্থাৎ হোমিসাইড ইন্টারভেনশন টিমের সদস্য হিসাবে। রাজকুমার রাও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌আমি এই ছবির সফলতা নিয়ে যথেষ্ট আশাবাদী। এক অন্যরকমের চরিত্রে আমায় দেখা যাবে এখানে।’‌ ছবিতে সানিয়া মালহোত্রার সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে রাজকুমার রাওকে। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘‌সানিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। খুব ভালো কাজ করেছি, শুটিং সেটে বহু মজাও করেছি।’‌

কলকাতা থেকে প্রচার শুরু

কলকাতা থেকে প্রচার শুরু

অভিনেতা আরও বলেন, ‘‌এই আমাদের প্রচার শুরু হল এবং সিটি অফ জয়ের থেকে ভাল শুরু কোথায়ই বা হতে পারে। আমাদের গোটা টিম এই ম্যাজিকাল ছবি তৈরির জন্য তাঁদের সেরাটা দিয়েছেন। ডক্টর শৈলেশ কোলানু দুর্দান্ত একজন পরিচালক। আমার ও সানিয়ার মধ্যে থেকে সেরাটা বের করে এনেছেন তিনি।’‌ একই নামে মুক্তি পাওয়া দক্ষিণের ছবির রিমেক এই ছবি। পরিচালনা করেছেন মূল ছবির পরিচালক ডঃ শৈলেশ কোলানু। কেরিয়ারে এই প্রথম দক্ষিণের কোনও ছবির রিমেকে অভিনয় করছেন রাজকুমার। তাই এই ছবি তাঁর জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এই ছবিন নিয়ে আশাবাদী রাজকুমার

এই ছবিন নিয়ে আশাবাদী রাজকুমার

রাজকুমার এদিন আরও বলেন, ‘‌আমি যাই ছবি করি, আমি চাই মানুষ তা দেখে আমাকে ভালবাসুক। আমি নিজে এই ছবিটা দেখেছি এবং খুব ভাল লেগেছে। আমি জানি লোকের মুখে প্রচারিত হয়ে আরও মানুষ এই ছবি সম্পর্কে জানবে এবং প্রেক্ষাগৃহে গিয়ে একটি থ্রিলিং অভিজ্ঞতা উপভোগ করবেন।’‌

ভিক্টোরিয়ায় রাজকুমার রাও

ভিক্টোরিয়ায় রাজকুমার রাও

এদিন রাজকুমার রাও কলকাতায় প্রচার সারার আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে যান এবং সেখানে গিয়ে ছবিও তোলেন। রাজকুমার রাওকে এদিন জিজ্ঞাসা করা হয় কলকাতা থেকে স্ত্রী পত্রলেখার জন্য তিনি কি নিয়ে যেতে চান?‌ অভিনেতা বলেন, ‘‌পত্রলেখার জন্য ভালো কোনও খাবার বা বিরিয়ানি নিয়ে যাব।’‌ ডক্টর শৈলেশ কোলানু পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, দিল রাজু, কৃষণ কুমার, কুলদীপ রাঠৌর। রাজকুমার-সানিয়া অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৫ জুলাই ২০২২।