‘আরও একবার মোদির ভালবাসা বর্ষিত হল’, গ্যাসের দাম বৃদ্ধিতে সরব তৃণমূল

‘আরও একবার মোদির ভালবাসা বর্ষিত হল’, গ্যাসের দাম বৃদ্ধিতে সরব তৃণমূল

কলকাতা :  ফের দাম বাড়ল, রান্নার গ্যাসের। ফের বিপাকে সাধারণ মানুষ।  ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ৭৯ টাকা। এই নিয়ে গত দু’ মাসে ১০৩ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। আর কত মহার্ঘ হবে নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাস! দামের জ্বালায় শেষ পর্যন্ত কি গ্যাসে রান্না করাই ছেড়ে দিতে হবে, প্রশ্ন সাধারণ মানুষের ? ফের রান্নার গ্যাসের দাম বাড়ার পর এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের। বেলাগাম দ্রব্যমূল্য বৃদ্ধির জেরে এমনিতেই মাথায় হাত সাধারণ মানুষের।  তার মধ্যেই আরও একবার বাড়ল রান্নার গ্যাসের দাম! 

এই নিয়ে ট্যুইটারে কেন্দ্রকে বিঁধল তৃণমূল কংগ্রেস। তিনি লেখেন, ‘৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের। দেশের মানুষের উপর আরও একবার মোদির ভালবাসা বর্ষিত হল। মোদির অমৃতকালে ভোগান্তির শেষ নেই। আর প্রধানমন্ত্রী? ভ্রুক্ষেপ করেন না’ 

বিরোধীরা যখন দামবৃদ্ধি নিয়ে খঢ়গহস্ত, তখন পাল্টা যুক্তি দিচ্ছে বিজেপি। ‘ আগে ২০০ টাকা কমেছিল গ্যাসের দাম।  এখন ৫০ টাকা বেড়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠা-নামা করে। ‘  রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের ।

সব মিলিয়ে রান্নার গ্যাস কিনতে গিয়ে কালঘাম ছোটার দশা! সবার একটাই প্রশ্ন, দাম কমবে কবে?