ফের হেঁশেলে ধাক্কা! রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের

ফের হেঁশেলে ধাক্কা! রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের

#কলকাতা: মধ্যবিত্তের জন্য ফের জোরালো ধাক্কা৷ আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম৷ এক ধাক্কায় আরও ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি রান্নার গ্যাসের (Cooking Gas Price Hike) সিলিন্ডারের দাম হল ১০৭৯ টাকা৷ গোটা বিষয়টি নিয়ে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, মোদি সরকার লাগামহীন ভাবে পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে। সাধারণ মানুষের বোঝা বাড়িয়ে চলেছে৷ ‘সবকা সাথ, সবকা বিকাশের’ বদলে, সবকা সর্বনাশ করেছে।

এটার বিরুদ্ধে প্রতিবাদ চলবে ওরা কালিপটকা ফাটালেও এন আই এ চাইবে। ওরা দিওয়ালিতে হাওয়াই ছাড়লেও এন আই এ ডাকবে৷ এই পরিস্থিতি ওরা তৈরি করছে৷ কারণ ওদের আর কিছু করার নেই। সেস, সারচার্জ রাজ্যকে তো ভাগ দেয় না। আর বলবে সেস কমাও। রাজ্যের টাকা চলে যাচ্ছে কেন্দ্রের কাছে (Cooking Gas Price Hike)। সংবিধান মানে না। কেন্দ্র-রাজ্য আলোচনা যা আন্তঃরাজ্য পরিষদের মাধ্যমে হওয়া উচিত তাই করে না৷ বিদেশ থেকে নিজেরা ঋণ নিচ্ছে।

গ্যাসের দাম নিয়ে তোপ দেগেছেন অনেকেই সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য  সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মহারাষ্ট্রে MLA কিনতে/ফুরিয়ে গিয়েছে টাকা/তাই গ্যাসের দাম আরো পঞ্চাশ/বাড়িয়েছে মোদি কাকা! এই টাকা নিয়ে এবার লক্ষ্য/বাংলা, রাজস্থান….আপনি বরং গ্যাস ছেড়ে ফের/উনানেই ফিরে যান!”

আগেই ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল রান্নার গ্যাসের দাম৷ এতদিন ১০২৯ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছিল৷ আজ থেকে সেই গ্যাসই কিনতে হবে ১০৭৯ টাকায়৷ রান্নার গ্যাসের (Cooking Gas Price Hike) ভর্তুকিও কার্যত তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তার উপরে আবার গ্যাস দিতে এলেই বাড়তি কিছু টাকা দাবি করেন ডেলিভারি দিতে আসা কর্মীরা৷ সবমিলিয়ে আজ থেকে রান্নার গ্যাস নিতে গেলে তাই প্রায় ১১০০ টাকাই গুনতে হবে৷ তবে গার্হস্থ্য ব্যবহারের জন্য ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে৷

১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়বে ২১৩২ টাকা৷ মাঝে কিছুদিন আকাশ ছুঁয়েছিল রান্নার তেলের দাম৷ সেই দাম কিছুটা কমতে না কমতেই এবার এক ধাক্কায় পঞ্চাশ টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম৷ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে গ্যাসে রান্না করতে গিয়েও হিসেব কষতে হবে মধ্যবিত্তকে৷

Published by:Sanjukta Sarkar

(Source: news18.com)