ফের হেঁশেলে ধাক্কা! রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের
#কলকাতা: মধ্যবিত্তের জন্য ফের জোরালো ধাক্কা৷ আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম৷ এক ধাক্কায় আরও ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি রান্নার গ্যাসের (Cooking Gas Price Hike) সিলিন্ডারের দাম হল ১০৭৯ টাকা৷ গোটা বিষয়টি নিয়ে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দলের জাতীয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় জানিয়েছেন, মোদি সরকার লাগামহীন ভাবে পেট্রোপণ্যের দাম বাড়িয়ে চলেছে। সাধারণ মানুষের বোঝা বাড়িয়ে চলেছে৷ ‘সবকা সাথ, সবকা বিকাশের’ বদলে, সবকা সর্বনাশ করেছে। এটার বিরুদ্ধে প্রতিবাদ চলবে ওরা কালিপটকা ফাটালেও এন আই এ চাইবে। ওরা দিওয়ালিতে…