Dharmendra Health Update: হঠাৎই হাসপাতালে পৌঁছলেন হেমা-এষা-অভয়-আমির, এখন কেমন আছেন ধর্মেন্দ্র?

Dharmendra Health Update: হঠাৎই হাসপাতালে পৌঁছলেন হেমা-এষা-অভয়-আমির, এখন কেমন আছেন ধর্মেন্দ্র?

Dharmendra Health Update: মঙ্গলবার সন্ধ্যায় আমির খান তার বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে অসুস্থ অভিনেতাকে দেখতে যান। এবং তারপরই স্ত্রী হেমা মালিনী, এষা দেওল, অভয় দেওলকেও দেখা গেছে হাসপাতালে ঢুকতে৷ তারপর থেকেই উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে৷

বলিউডের বীরুকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে৷ গতকাল রাত থেকেই প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর মৃতুর গুজব ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ যদিও স্ত্রী হেমা মালিনী এবং কন্যা এষা দেওল তাঁর মৃত্যুর খবর উড়িয়ে দিয়েছেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেয়ে এষা স্পষ্ট করে বলেছেন যে অভিনেতা সুস্থ আছেন এবং ভুল তথ্য প্রচার না করার জন্য লোকেদের অনুরোধ করেছেন। মিডিয়া অতিমাত্রায় ভুয়ো খবর ছড়াচ্ছে বলে মনে হচ্ছে। আমার বাবা সুস্থ হয়ে উঠছে। আমরা সকলকে আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করছি। বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার জন্য ধন্যবাদ৷