Eden Gardens Pitch: ‘গম্ভীর যেরকম চেয়েছিল সেইরকমই পিচ দেওয়া হয়েছে, ৪ দিন দেওয়া হয়নি এক ফোঁটাও জল’, ইডেন পিচ নিয়ে সোজাসাপ্টা সৌরভ

Eden Gardens Pitch: ‘গম্ভীর যেরকম চেয়েছিল সেইরকমই পিচ দেওয়া হয়েছে, ৪ দিন দেওয়া হয়নি এক ফোঁটাও জল’, ইডেন পিচ নিয়ে সোজাসাপ্টা সৌরভ

Eden Gardens Pitch: হয়তো প্রথম দুঘণ্টাতেই ম্যাচের যবনিকা পতনও হয়ে যেতে পারে। যা টেস্ট ক্রিকেটের ভালো বিজ্ঞাপন বলে মনে করছে না সিএবি। এই নিয়ে প্রেসিডেন্ট থেকে সিএবির সকল কর্তাই  হতাশ।

ইডেনের পিচে আশা-আশঙ্কার তৃতীয় দিন রবিবার

কলকাতা: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দুদিনের খেলা শেষ৷ ভারত এবং দক্ষিন আফ্রিকার উইকেট পতনের ধারাবাহিক প্রদর্শনী দেখে অদৃশ্য চাপের স্রোত নিশ্চিতভাবে বয়ে চলেছে। চাপের এই মানসিক স্থিতি এখন দুই শিবিরেই। কারণ উইকেটের চরিত্র যেভাবে বদল হচ্ছে তাতে কত রানের টার্গেট জয় তুলে নেওয়ার জন্য সহজ তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সাত উইকেট হারিয়ে তেষট্টি রানে এগিয়ে দক্ষিন আফ্রিকা। আরও তিরিশ রান যদি অধিনায়ক বাভুমা তাঁর দলের বাকি ব্যাটারদের নিয়ে তুলতে পারেন তাহলে লড়াই জমে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।