কলকাতা: বেলাগাম ভোজ্য তেল (Edible Oil Price), লিটারে অন্তত ১০ টাকা দাম কমাতে বলল কেন্দ্র (Central Government)। এক সপ্তাহের মধ্যে লিটারপ্রতি ১০ টাকা পর্যন্ত দাম কমাতে নির্দেশ। দেশজুড়ে একই ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম একই দাম রাখতে বলল কেন্দ্র।
ভোজ্য তেল নিয়ে নয়া নির্দেশিকা: পকেটে আর আগুন নয়, এবার একে দাবানলই বলা চলে। সাধারণ মানুষের ওপর আরও ভয়ঙ্কর বোঝা চাপানো হল। ফের একবার, একলাফে ৫০ টাকা বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। ভারতে ফের নতুন ইতিহাস গড়ল LPG’র দাম। ভোজ্য তেল এমন একটা জিনিস যার জন্য অন্যান্য জিনিসেরও দাম বাড়ছে। ফুড সেক্রেটারির তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটি ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমাতে হবে। দেশজুড়ে সব ব্র্যান্ডের ভোজ্য তেলের দাম এক রাখতে হবে। এক সপ্তাহের মধ্যে এই দুই নির্দেশ কার্যকর করতে হবে।
এদিকে এই নিয়ে গত ২ মাসে রান্নার গ্যাসের দাম ১০৩ টাকা বাড়ানো হল। শুধু মাত্র এ বছরেই ৭ মাসের মধ্যে ৪ বার বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। গত দেড় বছরে ভারতে ৮ বার দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের। ২০২০ সালের ডিসেম্বরে, যে রান্নার গ্যাসের দাম ছিল ৭২০ টাকা ৫০ পয়সা, বুধবার তার দাম হল ১ হাজার ৭৯ টাকা। উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের ভোটের সময়, ১৩৭ দিন দাম বাড়ানো বন্ধ ছিল। তার পর থেকে ৪ দফায় ১৫০ টাকারও টাকার বেশি বাড়ানো হল রান্নার গ্যাসের দাম। একদিকে, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাস-কেরোসিন। সব কিছুর দাম আকাশ ছুঁয়েছে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দামও আকাশ ছোঁয়া। এরইমধ্যে সাধারণ মানুষের ওপর আরও বোঝা চাপিয়ে প্যাকেটবন্ধ চাল, ডাল, আটা, মুড়ি, গুড়, মধু মুড়ির ওপর ৫ শতাংশ GST চাপানো হয়েছে।
(Source: abplive.com)