বাংলাদেশঃ টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

বাংলাদেশঃ  টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বউ সেজে ইয়াবার চালান সংগ্রহ করতে এসে দুই তরুণীসহ চারজনকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৬ জুলাই) বেলা ২টার দিকে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো কল্পনা আকতার, মাহমুদা আকতার , নুর ইসলাম, রাজু আহমদ। এদের মধ্যে নুর ইসলামের বাড়ি টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায়। অন্যরা রাজধানী ঢাকা থেকে এসেছেন ইয়াবার চালান সংগ্রহ করতে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারী ও তাদের সহযোগী পুরুষ তিনজনের বাড়ি ঢাকা বলে জানিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে যায়। প্রতিবার তারা ইয়াবা পাচারে নিত্যনতুন কৌশল অবলম্বন করে থাকে। কখনো প্রেগন্যান্ট, কখনো অসুস্থ, নববধূ এধরনের কৌশল অবলম্বন করে তারা ঢাকা পৌঁছান। তারা রাজধানীতে বিভিন্ন মাদক স্পটে, হোটেলে ইয়াবা সরবরাহ করে থাকেন। এবারও তারা নববধূ সেজে ইয়াবার একটি চালান ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।

টেকনাফ সদর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, একটি ইয়াবা পাচার চক্রের সদস্যরা বউ সেজে ইয়াবা পাচারের প্রস্তুতি নিয়েছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

(Source: sunnews24x7.com)