Indian goods tariff: ভারতকে ফের শুল্কগুঁতো! ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ৫০% কর আরোপ এই দেশেরও… রফতানি বাণিজ্যে জোর ধাক্কা…

Indian goods tariff: ভারতকে ফের শুল্কগুঁতো! ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ৫০% কর আরোপ এই দেশেরও… রফতানি বাণিজ্যে জোর ধাক্কা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার পর এবার মেক্সিকো! ভারতের উপর আবার শুল্ক গুঁতো! আমদানিকৃত ভারতীয় পণ্যের উপর ৫০% পর্যন্ত শুল্ক বৃদ্ধি করল মেক্সিকো। চিন ও আরও কয়েকটি এশীয় দেশের পণ্যের উপরও এই শুল্ক আরোপ করা হয়েছে। বাড়তি শুল্ক আগামী বছর থেকেই কার্যকর হয়ে যাবে। এর ফলে বেশ বড়সড় ধাক্কা খেতে চলেছে ভারতের রফতানি বাণিজ্য়। কূটনীতিকরা অনেকেই বলছেন, ট্রাম্পকে খুশি করতেই নাকি ‘ছোট্ট’ মেক্সিকোর ভারতের উপর শুল্ক আরোপ!

দেশীয় ব্যবসায়িক গোষ্ঠীগুলোর আপত্তি সত্ত্বেও এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে  মেক্সিকো। নয়া আইন মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলোর পণ্যের ওপর নতুন বা উচ্চতর শুল্ক আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সাল থেকে নির্দিষ্ট কিছু পণ্যের উপর— যেমন গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, টেক্সটাইল, পোশাক, প্লাস্টিক এবং স্টিল— সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। আর অন্যান্য বেশিরভাগ পণ্যের ক্ষেত্রে আরোপিত শুল্কের হার হবে সর্বোচ্চ ৩৫%।

মেক্সিকান সেনেটে নয়া শুল্ক বিলের পক্ষে ভোট পড়েছে ৭৬টি। আর বিপক্ষে ৫টি। ৩৫ জন ভোটদানে বিরত রয়েছে। খসড়ায় টেক্সটাইল, পোশাক, স্টিল, গাড়ির যন্ত্রাংশ, প্লাস্টিক এবং জুতাসহ প্রায় ১,৪০০ ধরনের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব ছিল। সংশোধিত বিলে সেই পণ্যের প্রায় দুই-তৃতীয়াংশের উপর শুল্ক কমানো হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহাল মহলের।

মেক্সিকান দৈনিক পত্রিকা এল ইউনিভার্সাল জানিয়েছে, গাড়ির যন্ত্রাংশ, হালকা গাড়ি, পোশাক, প্লাস্টিক, ইস্পাত, গৃহস্থালীর যন্ত্রপাতি, খেলনা, টেক্সটাইল, আসবাবপত্র, পাদুকা, চামড়ার পণ্য, কাগজ, পিচবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, ট্রেলার, কাচ, সাবান, সুগন্ধি এবং প্রসাধনী পণ্যের উপর শুল্ক আরোপ করো হয়েছে।

ভারতে উপর কীভাবে প্রভাব ফেলবে?
মেক্সিকো শুল্ক আরোপের ফলে ভক্সওয়াগেন, হুন্ডাই, নিসান এবং মারুতি সুজুকির মতো প্রধান ভারতীয় গাড়ি রফতানিকারকদের ১ বিলিয়ন ডলার মূল্যের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। কারণ গাড়ির আমদানি শুল্ক ২০% থেকে বৃদ্ধি পেয়ে ৫০% হবে। যা ভারতের গাড়ি রফতানিকারকদের জন্য ধাক্কা। প্রসঙ্গত,দক্ষিণ আফ্রিকা এবং সৌদি আরবের পরে মেক্সিকো ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রফতানি বাজার। তাই মেক্সিকোর এই শুল্ক আরোপ ভারতীয় অটোমোবাইল রফতানির উপর সরাসরি প্রভাব ফেলতে চলেছে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে মেক্সিকো চীনা পণ্যের উপর শুল্ক বাড়ায়। আরেকটি আলাদা তালিকায় সেই শুল্ক বাড়িয়েছিল। বিশ্লেষকদের মতে যা যুক্তরাষ্ট্রের উদ্বেগ কমানোর প্রচেষ্টা ছিল।

(Feed Source: zeenews.com)