Indian goods tariff: ভারতকে ফের শুল্কগুঁতো! ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ৫০% কর আরোপ এই দেশেরও… রফতানি বাণিজ্যে জোর ধাক্কা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার পর এবার মেক্সিকো! ভারতের উপর আবার শুল্ক গুঁতো! আমদানিকৃত ভারতীয় পণ্যের উপর ৫০% পর্যন্ত শুল্ক বৃদ্ধি করল মেক্সিকো। চিন ও আরও কয়েকটি এশীয় দেশের পণ্যের উপরও এই শুল্ক আরোপ করা হয়েছে। বাড়তি শুল্ক আগামী বছর থেকেই কার্যকর হয়ে যাবে। এর ফলে বেশ বড়সড় ধাক্কা খেতে চলেছে ভারতের রফতানি বাণিজ্য়। কূটনীতিকরা অনেকেই বলছেন, ট্রাম্পকে খুশি করতেই নাকি ‘ছোট্ট’ মেক্সিকোর ভারতের উপর শুল্ক আরোপ! দেশীয় ব্যবসায়িক গোষ্ঠীগুলোর আপত্তি সত্ত্বেও এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো।…

