আর্জেন্তিনার জার্সির দাপট যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে

আর্জেন্তিনার জার্সির দাপট যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে

এরাজ্য়ে দেড় কোটির বেশি ভোটারের দেওয়া তথ্যে ধরা পড়েছে অসঙ্গতি! এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব শেষের ২৪ ঘণ্টার মধ্য়ে নির্বাচন কমিশন সূত্রে সামনে এল এমনই তথ্য়। নির্বাচন কমিশন সূত্রে খবর— মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে পারে প্রায় ৪৪ হাজার ভোটারের নাম! শুভেনদু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে প্রায় সাড়ে দশ হাজার নাম বাদ পড়তে পারে।
বৃহস্পতিবার ফলতায় SIR-এর তথ্য যাচাই করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন নির্বাচন কমিশনের রোল অবজার্ভার সি মুরুগান। এই প্রেক্ষিতে, নির্বাচন কমিশনে জমা পড়ল রিপোর্ট। যেখানে প্রত্যেক রোল অবজার্ভারকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার আবেদন জানানো হয়েছে। নদিয়ায় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য খতিয়ে দেখার অনুরোধও করা হয়েছে রিপোর্টে। &nbsp;</p>
<p>SIR-পর্বের শুরু থেকেই বিরোধিতা, সমালোচনায় সরব তৃণমূল। কিনতু, এই আবহে SIR-এর পক্ষে জোরাল সওয়াল করলেন তৃণমূল বিধায়ক, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং রাজ্য় ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্য়ান আবদুল গনি। বললেন, মৃত ভোটার কেন ভোটার তালিকায় থাকবে? যাঁরা শিফ্টেড, তাঁরা কেন ভোটার তালিকায় থাকবে? আর এনিয়েই তুঙ্গে উঠেছে তরজা।
এনুমারেশন পর্ব শেষের পর ফের কমিশনের নতুন নির্দেশিকা জারির প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ।। একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার হলে ফের পরীক্ষা করে পাঠাতে হবে রিপোর্ট। অ্যাপে নতুন অপশন চালুর পরেই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলপন্থী BLO-দের একাংশ। CEO অফিসের সামনে চলল প্রতিবাদ। বিভিন্ন জেলাতেও দেখা গেল একই বিক্ষোভের ছবি

বহুতলে বুথ করার কমিশনের সিদ্ধান্ত নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । এরই মধ্য়ে এবার &nbsp;বহুতলে বুথ করার কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সুজাপুরের তৃণমূল বিধায়ক। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিশনকে দেওয়া কড়া চিঠির উল্টো অবস্থানে দাঁডিয়ে বক্তব্য রাখলেন মহম্মদ আব্দুল গনি। পরিষ্কার বললেন, বহুতলগুলিতে কমিশন বুথ করলে নিঃসন্দেহে সুবিধাজনক হবে।

(Feed Source: abplive.com)