আইপিএল নিলামের দিনই ব্যাট হাতে ঝড় তুললেন বেঙ্কটেশ আইয়ার, তাও নাইট রমনদীপের দৌলতে হারল তাঁর দল

আইপিএল নিলামের দিনই ব্যাট হাতে ঝড় তুললেন বেঙ্কটেশ আইয়ার, তাও নাইট রমনদীপের দৌলতে হারল তাঁর দল
পুণে: আজ মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরেই আবু ধাবিতে আইপিএল নিলামের (IPL Auction 2026) আসর বসবে। সেখানে মোট ৩৬৯ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে। নিলামে উঠা ক্রিকেটারদের মধ্যে রয়েছে তাঁরও নাম। তিনি বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। গত মরশুমে কেকেআর তাঁকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনলেও, অলরাউন্ডার আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। নিলামে তাঁর জন্য তাই দর হাঁকানো হবে। সেই দর কষাকষি পর্বের কিছুক্ষণ আগেই ব্যাটে ঝড় তুললেন বেঙ্কটেশ।

এদিন সৈয়দ মুস্তাক আলির (SMAT 2026) সুপার লিগ পর্বের ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল বেঙ্কটেশের মধ্যপ্রদেশ। সেইখানেই প্রথমে ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। দলের হয়ে ওপেন করেন নামেন বেঙ্কটেশ। তাঁর ব্যাট থেকে ৪৩ বলে ৭০ রানর ঝাঁ চকচকে ইনিংস আসে। ১৬২.৭৯ স্ট্রাইক রেটে খেলা বেঙ্কটেশের ইনিংস সাজানো ছিল আটটি চার এবং দুইটি ছক্কায়। বেঙ্কটেশ রান পেলেও রজত পাতিদার মাত্র ২০ রানের ইনিংস খেলেই সাজঘরে ফেরেন। নির্ধারিত ২০ ওভারে মধ্যপ্রদেশ আট উইকেটের বিনিময়ে ২২৫ রান তোলে।

পুণে ম্যাচ জেতার জন্য পাঞ্জাব দলের সামনে বেশ কঠিন চ্যালেঞ্জই ছিল। পাঞ্জাবের হয়ে এদিন ওপেন করা হারনুর সিংহ ৬৪ রানের ইনিংস খেলেন। আনমোলপ্রীতের ৩৮, সলিল আরোরার ৫০ রানের ইনিংসের পরেও ম্যাচ ৫০-৫০ ছিল। শেষের দুই ওভারে পাঞ্জাবের জয়ের জন্য আরও ২৩ রানের প্রয়োজন ছিল, হাতে ছিল দুই উইকেট। এমন পরিস্থিতিতেই জ্বলে উঠেন রমনদীপ সিংহ। তাঁর ইনিংসের দৌলতেই শেষমেষ প্রাক্তন নাইট বেঙ্কটেশের দলকে হারায় পাঞ্জাব। তিনি ২১ বলে অপরাজিত ৩৫ রানের দুরন্ত ইনিংস খেলেন।

পাঁচ বল বাকি থাকতেই দুই উইকেট ম্যাচ জিতে নেয় পাঞ্জাব। তবে দল হারলেও নিলামের ঠিক আগে বেঙ্কটেশের এই ইনিংস নিলামে তাঁর দরে কোনও প্রভাব ফেলে কি না, এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে। এবারের আইপিএলের মিনি নিলামে আইপিএলের দশ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বাধিক ৭৭টি খেলোয়াড়কে নেওয়ার জায়গা রয়েছে। এর মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটার দলে যুক্ত হতে পারেন। নিলামে সর্বাধিক দুই কোটির বেসপ্রাইসে মোট ৪০ জন ক্রিকেটার রয়েছেন। প্রাথমিকভাবে আইপিএল নিলামে নাম দেওয়া ১৩৯০ জনের মধ্যে থেকে ৩৫০ জনকে নিলামের জন্য বেছে নেওয়া হয়েছিল।

এঁদের মধ্যে ২৪০ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১০ জন বিদেশি ক্রিকেটার ছিলেন। ২৪০ জন ভারতীয়র মধ্যে ২২৪ জনই আনপক্যাপড। তবে ১১০ জন বিদেশি ক্রিকেটারদের মধ্যে মাত্র ১৪ জন আনপক্যাপড ক্রিকেটারকে আইপিএল নিলামের জন্য বাছাই করা হয়েছিল। তবে শেষবেলায় একা অভিমন্যু ঈশ্বরণ নন, আরও ১৯ জন ক্রিকেটারকে আইপিএলের নিলামের তালিকায় যুক্ত করা হয়েছে। এবার অপেক্ষা নিলাম শুরু হওয়ার।

(Feed Source: abplive.com)