বাংলাদেশে হিন্দু-নিপীড়নের মাঝেই মুস্তাফিজুরকে ছেড়ে দেবে কেকেআর? সোশ্যাল মিডিয়ায় জোরাল দাবি
কলকাতা: বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। হিন্দু নিপীড়ন চলছে। ভারত বিদ্বেষের আঁচ টের পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র। হিন্দুদের নিধন করা হচ্ছে বলে অভিযোগ। আর সেই পরিস্থিতিতে ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স! তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের মুখে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা। একটা সময় মাশরাফি মূর্তজা, শাকিব আল হাসান, লিটন দাসের মতো বাংলাদেশের ক্রিকেটার খেলে গিয়েছেন কেকেআরে। এ পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি তারকা খেলেছেন কেকেআর জার্সিতেই। শাকিব তো দলের অন্যতম সেরা ভরসাও…





)