বাংলাদেশে হিন্দু-নিপীড়নের মাঝেই মুস্তাফিজুরকে ছেড়ে দেবে কেকেআর? সোশ্যাল মিডিয়ায় জোরাল দাবি

বাংলাদেশে হিন্দু-নিপীড়নের মাঝেই মুস্তাফিজুরকে ছেড়ে দেবে কেকেআর? সোশ্যাল মিডিয়ায় জোরাল দাবি
কলকাতা: বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। হিন্দু নিপীড়ন চলছে। ভারত বিদ্বেষের আঁচ টের পাওয়া যাচ্ছে দেশের সর্বত্র। হিন্দুদের নিধন করা হচ্ছে বলে অভিযোগ। আর সেই পরিস্থিতিতে ৯ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে শাহরুখ খান-জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্স! তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের মুখে তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

একটা সময় মাশরাফি মূর্তজা, শাকিব আল হাসান, লিটন দাসের মতো বাংলাদেশের ক্রিকেটার খেলে গিয়েছেন কেকেআরে। এ পর্যন্ত সবচেয়ে বেশি বাংলাদেশি তারকা খেলেছেন কেকেআর জার্সিতেই। শাকিব তো দলের অন্যতম সেরা ভরসাও ছিলেন। লিটন অবশ্য পারফর্ম করতে পারেননি। যা নিয়ে তুমুল বিতর্কও হয়েছিল। মরশুমের মাঝপথে তাঁকে ছেড়ে দিয়েছিল নাইট শিবির।

১৬ ডিসেম্বর আবু ধাবিতে বসেছিল আইপিএলের মিনি নিলামের আসর। সেখান থেকে কেকেআর দলে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। নাইটরা তাঁকে কিনেছে ৯ কোটি ২০ লক্ষ টাকায়। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের পাওয়া সর্বোচ্চ মূল্য এটি। এর আগে ২০০৯ সালে মাশরাফিকে ৬ লক্ষ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমান হিসাবে সেটা ৫ কোটি ৪৫ লক্ষ টাকা। তবে সেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর।

যদিও বাংলাদেশের ছবি দেখে স্তম্ভিত গোটা বিশ্ব, ভারতও। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন সংখ্যালঘুরা। শেখ হাসিনার অপসারণ চেয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ক্রমশ সংখ্যালঘুদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। রোজই কোনও না কোনও মৃত্যুর খবর আসছে।

শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে ভারত বিদ্বেষের হাওয়া বইছে। ভারতের সার্বভৌমত্বে আঘাত হেনে ‘সেভেন সিস্টার্স’ দখলের দাবি উঠছে বাংলাদেশে। তবে এপার বাংলার সমালোচনার মুখে পড়ল কেকেআর। বাংলাদেশের ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে নাইট ম্যানেজমেন্টকে।

(Feed Source: abplive.com)