
Oscar 2026: নীরজের ‘হোমবাউন্ড’ ছবিটি মুক্তির আগেই ৯৮-তম অস্কারের দৌড়ে শামিল ছিল৷ ভারত থেকে আন্তর্জাতিক মঞ্চে পাঠানো হয় এই ছবি৷ এবার এই ছবি জায়গা করে নিল আন্তর্জাতিক ফিচার ছবির সেরা ১৫-এর তালিকায়। এবার কি অস্কার পুরস্কার জিততে পারবে এই ছবি, আপতত তার অপেক্ষাতেই দিন গুনছে দেশবাসী৷
কলকাতা: ঈশান খট্টর , বিশাল জেঠওয়া এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘হোমবাউন্ড’ ছবিটি ২৬ সেপ্টেম্বর মুক্তি পায়৷ নীরজ ঘেওয়ান পরিচালিত এই ছবিটি থিয়েটারে চলাকালীন সমালোচক এবং দর্শকদের কাছে গভীরভাবে সমালোচিত হয়েছিল৷ এবার মুকুটে জুড়ল নয়া পালক৷
