DRDO Rocket Test: ১২০ কিলোমিটার ক্ষমতাসম্পন্ন পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের সফল প্রথম পরীক্ষা

DRDO Rocket Test: ১২০ কিলোমিটার ক্ষমতাসম্পন্ন পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের সফল প্রথম পরীক্ষা

DRDO Rocket Test: ভারতের প্রতিরক্ষা গবেষণায় আরও এক বড় সাফল্য এল ডিআরডিও-র হাত ধরে। সোমবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সফলভাবে সম্পন্ন করল পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম উড়ান পরীক্ষা।

চাঁদিপুর: ভারতের প্রতিরক্ষা গবেষণায় আরও এক বড় সাফল্য এল ডিআরডিও-র হাত ধরে। সোমবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সফলভাবে সম্পন্ন করল পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম উড়ান পরীক্ষা। ২৯ ডিসেম্বর ওড়িশার চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই পরীক্ষা চালানো হয়।