
তিরুবনন্তপুরম: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (T20 Series) পঞ্চম ম্যাচেও জয় ছিনিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ব্যাট হাতে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন হরমনপ্রীত কৌর। ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। সিরিজ সেরা হয়েছেন শেফালি বর্মা। পঞ্চম টি-টোয়েন্টিতে ১৫ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সিরিজেও লঙ্কা বাহিনীকে পুরো হোয়াইটওয়াশ করে দিল টিম ইন্ডিয়া।
আগেই সিরিজে ৪-০ ব্য়বধানে এগিয়ে ছিল ভারত। এদিন টস জিতে শেষ ম্য়াচে ভারতকে ব্য়াটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামিরা আত্তাপাত্তু। স্মৃতি মন্ধানা এদিন খেলেননি। তাঁর পরিবর্তে জি কমলিনি ওপেনিংয়ে নেমেছিলেন। শেফালি বর্মার সঙ্গে ওপেনে নেমেছিলেন কমলিনি। হরলীন দেওল ১৩ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এদিন দুর্দান্ত ছন্দে ছিলেন। ৪৩ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। রিচা ও দীপ্তি দুজনের কেউ রান পাননি।
লোয়ার অর্ডারে অরুন্ধতী রেড্ডি ও আমনজ্যোৎ কৌর দুজনেই ২১ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল।
জবাবে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৬০ রানই বোর্ডে তুলতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
বিজয় হাজারেতে আর খেলবেন বিরাট?
বিজয় হাজারেতে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই রান পেয়েছেন বিরাট কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে নিজের বিজয় হাজারে কামব্যাক ম্য়াচে ১৩১ রান করেছিলেন তিনি। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসাবে ১৬ হাজার রানও করে ফেলেন বিরাট কোহলি। পরের ম্যাচে গুজরাতের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে ঝাঁ চকচকে ৭৭ রানের ইনিংস আসে। দুই ম্যাচেই দিল্লি জয় পায়।
ইতিমধ্যেই টুর্নামেন্টের দুই ম্যাচ খেলে ফেলেছেন কোহলি। শুরু থেকে কোহলিরা, দুই ম্যাচ খেলবেন বলেই শোনা যাচ্ছিল। কোহলিদের বোর্ডের তরফে দুইটি করে ম্যাচ খেলতে বলা হয়েছে বলেই খবর। তবে এবার শোনা যাচ্ছে বিজয় হাজারে ট্রফিতে আরও ম্য়াচ খেলতে পারেন বিরাট কোহলি। সোমবার ডিডিসিএ সভাপতি রোহন জেটলি কোহলির বিজয় হাজারেতে আরও ম্যাচ খেলার এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘এখনও অবধি যা খবর তাতে ও খেলছে। বিরাট তিন ম্যাচের জন্য নিজেকে উপলব্ধ করেছে।’
(Feed Source: abplive.com)
