A R Rahman Kolkata Show: কলকাতায় ১১ জানুয়ারি হচ্ছে না এ আর রহমানের শো, জানানো হল অনুষ্ঠানের নতুন দিন

A R Rahman Kolkata Show: কলকাতায় ১১ জানুয়ারি হচ্ছে না এ আর রহমানের শো, জানানো হল অনুষ্ঠানের নতুন দিন

A R Rahman Kolkata Show:তাঁর অনুষ্ঠান ঘিরে যে উন্মাদনার পারদ বাড়ছিল তা আপাতত কার্যত স্তিমিত।

১১ জানুয়ারির বদলে কলকাতায় সুরকারের পাঁচ ঘণ্টাব্যাপী শো হবে ১১ এপ্রিল

কলকাতা : গানপাগলদের মন ভাঙল৷ নতুন বছরের শুরুতেই কলকাতায় এ আর রহমানের প্রস্তাবিত শো স্থগিত হয়ে গেল৷ প্রসঙ্গত ১৩ বছর পর ফের কলকাতায় পারফর্ম করতে আসার কথা ছিল রহমানের৷ আগামী ১১ জানুয়ারি তাঁর শো হওয়ার নির্ধারিত দিন ছিল৷ বহু প্রতীক্ষিত ওই অনুষ্ঠানের দিন পিছিয়ে নতুন শো-এর দিন নির্ধারিত হয়েছে ১১ এপ্রিল৷ ফলত তাঁর অনুষ্ঠান ঘিরে যে উন্মাদনার পারদ বাড়ছিল তা আপাতত কার্যত স্তিমিত।

আয়োজকদের তরফে জানানো হয়েছে ওই অনুষ্ঠান পুরোপুরি বাতিল হচ্ছে না৷ ১১ জানুয়ারির বদলে কলকাতায় সুরকারের পাঁচ ঘণ্টাব্যাপী শো হবে ১১ এপ্রিল৷ অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫ টায়৷ তবে অনুষ্ঠানস্থল এখনও জানানো হয়নি৷ কলকাতায় এর আগেও বেশ কয়েক বার এসেছেন তিনি৷ তাঁর শেষ কনসার্ট ২০১২ সালে এই শহরে হয়েছিল সল্টলেক স্টেডিয়ামে৷ পরে ২০১৫ সালে পেলের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷ এক দশকেরও বেশি সময় পর তাঁর অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে৷