সোডা বা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে মদ মিশলেই বিপদ! কম ক্ষতিকর কোনটা? নিউইয়ার পার্টির আগে জেনে নিন বিশেষজ্ঞের মত

সোডা বা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে মদ মিশলেই  বিপদ! কম ক্ষতিকর কোনটা? নিউইয়ার পার্টির আগে জেনে নিন বিশেষজ্ঞের মত

সামনেই বর্ষবরণ আর নিউইয়ার উদযাপন মানেই হই হুল্লোড়, আড্ডা আর মদ্যপান। এই সময় অনেকেই মাত্রাতিরিক্ত মদ্যপান করে ফেলেন। এছাড়াও, অনেকেই সোডা বা কোল্ডড্রিঙ্কসের সঙ্গে মদ খান। এটাই অনেকের অভ্যেস।

সামনেই বর্ষবরণ আর নিউইয়ার উদযাপন মানেই হই হুল্লোড়, আড্ডা আর মদ্যপান। এই সময় অনেকেই মাত্রাতিরিক্ত মদ্যপান করে ফেলেন। এছাড়াও, অনেকেই সোডা বা কোল্ডড্রিঙ্কসের সঙ্গে মদ খান। এটাই অনেকের অভ্যেস। এভাবে না খেলে অনেকেই মদে চুমুকই দিতে পারেন না। কিন্তু, এই অভ্যাসই শরীরে বিপদ ডেকে আনতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা

এমনিতেই মদ শরীরের জন্য ক্ষতিকর। তারপর যদি এর সঙ্গে পানীয় সোডা বা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে মিশিয়ে খাওয়া আরও ক্ষতিকর।এখন প্রশ্ন হল, সোডা বা কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে যদি মদ খান, তাহলে শরীরে ঠিক কী কী সমস্যা হতে পারে? এই প্রসঙ্গে মাদ্রাজ মেডিক্যাল কলেজের ডাক্তার সরোজ গৌতম কী জানাচ্ছেন, আসুন জেনে নেওয়া যাক।

দ্রুত নেশা হওয়াসোডা এবং কোল্ড ড্রিঙ্কস দুইই কার্বোনেটেড ড্রিঙ্কস। তাই এটার সঙ্গে মদ খেলে তা শরীরে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। ফলে নেশাও দ্রুত চড়ে যায়। বিশেষজ্ঞদের মতে এটা কখনই কাম্য নয়।

ওজন বাড়তে পারেকোল্ড ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে সুগার কন্টেন্ট বা মিষ্টি থাকে। তাই কোল্ড ড্রিঙ্কস দিয়ে মদ খেলে ওজন তরতর করে বাড়তে পারে। ফলে অন্যান্য রোগ শরীরে বাসা বাঁধতে পারে।

ডায়াবেটিসের ভয়নিয়মিত ভাবে কোল্ড ড্রিঙ্কস দিয়ে মদ খেলে শরীরের হাল বিগড়োতে পারে। ফলে শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস। তাই এভাবে মদ না খাওয়ার চেষ্টা করুন।

হ্যাংওভার বেশি হওয়ামদ খাওয়ার পরের দিন শরীরের হাল খারাপ হয়ে যায়। মাথা ব্যথা করে। সেই সঙ্গে ক্লান্তি চেপে ধরে। অন্যদিকে, কোল্ড ড্রিঙ্কস এই সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই সোডা বা কোল্ড ড্রিঙ্কস দিয়ে কখনই মদ খাবেন না।

Disclaimer: মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক । উপরোক্ত যাবতীয় তথ্য কোনওভাবেই মদ্যপানকে উৎসাহ যোগায় না। এটি শুধুই একটি প্রতিবেদন মাত্র।এই খবরের মধ্যে দেওয়া স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।

(Feed Source: news18.com)