
নয়াদিল্লি: বর্ষবরণের রাতে সুইজারল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ। কেঁপে উঠল সুইস আল্পসের পর্যটকপ্রিয় ক্রান্সমন্টানা শহর। বিস্ফোরণে মৃত অন্তত ৪০, আহত ১০০ জন। জনপ্রিয় পর্যটন শহর ক্র্যানস-মন্টানায়ে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ক্র্যানস-মন্টানার লে কনস্টেলেশন নামে একটি পানশালায় ঘটনাটি ঘটে। পানশালায় নববর্ষ উদযাপনের মাঝে একের পর এক বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ধরে যায় গোটা পানশালায়, আতঙ্কে শুরু হয় ছোটাছুটি।
বিস্তারিত পরে আসছে
(Feed Source: abplive.com)
