
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ নিয়ে অনেকেই ইতিমধ্যেই মুখ খুলেছেন। সেই পরিস্থিতিতে বাংলাদেশেরই এক খেলোয়াড় ভারতে খেলবেন, অনেকেই এই নিয়ে সন্তুষ্ট নন। সেই তালিকায় সামিল ইলিয়াসিও। তাঁর প্রশ্ন, ‘শাহরুখ খান কি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ দেখতে পাচ্ছেন না?’ শাহরুখকে বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া আক্রমণের কড়া নিন্দা করেও এক বিবৃতি দিতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রধান ইমান।
ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে উমর আমেদ ইলিয়াসি বলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই বিষয়ে শাহরুখ খানের কাছে কি কোনও তথ্য নেই? এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, সেটা জানা সত্ত্বেও কেকেআর আইপিএল নিলামে একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে। শাহরুখ খানের গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধেও ওঁর একটি বিবৃতি দিয়ে সেগুলির নিন্দা করা উচিত।’
বাংলাদেশের মুস্তাফিজুরকে দলে নেওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে। তবে শাহরুখ নয়, তাঁর নিশানা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুত্র তথা আইসিসি চেয়ারম্য়ান জয় শাহের দিকে। তাঁর সাফ কথা, মুস্তাফিজুরকে নিলামের তালিকায় রাখা হল কেন, সে ব্যাপারে আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রশ্ন করা হোক। সুপ্রিয়া বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশি ক্রিকেটারকে নিলামের তালিকায় রাখার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল। ‘জয় শাহ আইসিসি প্রধান আর গোটা বিশ্বে ক্রিকেটের নীতি নির্ধারণ করেন। ওঁরই জবাবদিহি করা উচিত।’
এই বিষয়ে শাহরুখ খান বা কেকেআর কোনও বিবৃতি দেয়নি। এখনও পর্যন্ত অফিশিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি বিসিসিআইয়ের তরফেও। তবে সূত্রের খবর, এই বিষয়ে ধীরে চলো নীতিই নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে এখনই কোনও বাংলাদেশি ক্রিকেটারকে এ দেশে আইপিএল খেলাতে নিষেধাজ্ঞা রাখা হচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ‘আমরা দু দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। আমরা সরকারের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছি। তবে এখনও পর্যন্ত এমন কোনও বার্তা আমাদের কাছে পৌঁছায়নি যে বাংলাদেশের ক্রিকেটারদের এ দেশে খেলাতে নিষেধাজ্ঞা দেওয়ার মত। তাই মুস্তাফিজ অবশ্যই আইপিএলে খেলতে পারবে। বাংলাদশে আমাদের শত্রু দেশ নয়।’ এই বিতর্কের আবহে তারকা ফাস্ট বোলারের আদৌ আইপিএল খেলা হবে কি না, সেই নিয়ে কিন্তু এখন সংশয় তৈরি হয়েছে।
(Feed Source: abplive.com)
