
দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: ভারত-বাংলাদেশ সাম্প্রতিক কূটনৈতিক ও সামাজিক উত্তেজনার আঁচ এবার সরাসরি পড়ল ক্রিকেটের বাইশ গজে। বাংলাদেশে ক্রমশই বাড়ছে ভারত বিদ্বেষ। এরই মাঝে আগামী আইপিএল (IPL) মরসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স (KKR) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নিলেও, শেষ পর্যন্ত বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) তাঁকে রিলিজ করে দেওয়ার নির্দেশ দিল।
এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় ফিজকে দলে নিয়েছিল নাইটরা। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং হিন্দুদের ওপর মৌলবাদীদের হামলার ঘটনায় ভারতের ক্রিকেটপ্রেমীদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। সোশ্যাল মিডিয়ায় কেকেআর মালিক শাহরুখ খানকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়। এমনকি তাঁকে ‘দেশদ্রোহী’ ও ‘বেইমান’ বলেও তকমা দেওয়া হচ্ছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলো থেকে শুরু করে বিজেপি নেতা ও শিবসেনা নেতাদের তরফেও। দাবি উঠছিল, বাংলাদেশের কোনও খেলোয়াড়কে আইপিএলে রাখা চলবে না।
পরিস্থিতি বেগতিক দেখে ময়দানে নামে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিচার করে কেকেআর-কে নির্দেশ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য। দেবজিৎ বলেন, “আমরা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। মুস্তাফিজুরকে রিলিজ করতে হবে। তবে দল চাইলে তাঁর বদলে অন্য কোনো বিদেশি প্লেয়ারকে বিকল্প হিসেবে নিতে পারবে, তাতে বোর্ডের অনুমতি থাকবে।”
কলকাতা নাইট রাইডার্স এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, আইপিএল-এর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই তাদের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিসিসিআই-এর নির্দেশ এবং যথাযথ আলোচনা প্রক্রিয়ার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মরসুমের জন্য মুস্তাফিজুর আর নাইট বাহিনীর অংশ থাকছেন না।”

এবারের আইপিএলে মুস্তাফিজুর রহমানই ছিলেন একমাত্র বাংলাদেশি প্রতিনিধি। বোর্ডের এই সিদ্ধান্তের ফলে টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব আপাতত শূন্য হয়ে গেল। যদিও আইপিএল বরাবরই রাজনীতির ঊর্ধ্বে থাকার চেষ্টা করে, তবে সাম্প্রতিক পরিস্থিতির চাপে পড়ে এবং জননিরাপত্তা ও আবেগের কথা মাথায় রেখেই বিসিসিআই এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে মনে করা হচ্ছে।
(Feed Source: zeenews.com)
