ইন্টারনেটে এখন প্রায়শই মজার মজার নানান ভিডিও দেখতে পাওয়া যায়। এর মধ্যে কিছু ঘটনা একেবারেই আসল। অকস্মাৎ ঘটে যাওয়া ঘটনাগুলোকে সুযোগ বুঝেই রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে এক ওয়েটলিফটারের এমনই এক মজার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে (Viral News)।
ভিডিওতে দেখা যাচ্ছে একজন বেশ কম ওজনের ওয়েটলিফটার একটি ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে পারফর্ম করছেন। আশপাশে অনেকেই বসে রয়েছেন এবং একটি টেবিলের সামনে কয়েকজন বিচারকও উপস্থিত রয়েছেন। আর এখান থেকেই শুরু হয় বিপত্তি। কেন না, প্রতিযোগিতার জন্য যে বারবেল রাখা হয়েছিল, তা ছিল প্রয়োজনের তুলনায় কিছু বেশি-ই ভারি! তার পর?
যা আশা করা গিয়েছিল, তা-ই হয়! দমে না গিয়ে সেই সময়ে ওই ওয়েটলিফটার তাঁর বারবেলটি তোলার চেষ্টা করতে থাকেন। এক সময় তুলতে সক্ষমও হন, কিন্তু তার পরেই ঘটে যায় ওয়েটলিফটার বারবেলটি তুলে নিয়ে ভুল করে সোজা এগিয়ে যান বিচারকদের টেবিলের সামনে। সেখানে বিচারকদের উপস্থিতিতেই বারবেলটি তাঁদের সামনে রাখা টেবিলের মাঝখানে রেখে দেন।
ঘটনায় হকচকিয়ে গিয়ে উপস্থিত দর্শক ও বিচারকরা। অনেকেই বলছেন, ওয়েটলিফটিংয়ে অনেক সময়ে ওয়েটলিফটারদের প্রয়োজনের তুলনায় অনেক ভারি বারবেল দেওয়া হয়। সেই কারণেই এই বিপত্তি ঘটেছে। ওই ওয়েটলিফটারের ওজনের তুলনায় বারবেলের ওজন কয়েকগুন বেশি থাকায় তিনি ভার সামলাতে না পেরে সামনে এগিয়ে এসেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই কিছু কর্মকর্তা “রোক রোক রোক রোক রোক” বলে হিন্দিতে তাঁকে থামানোর জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্য ওই ওয়েটলিফটার নিজেকে সামলে রাখতে পারেন, তার পরেই তিনি বেসামাল হয়ে যান।
এই ভিডিওটি রবি মিশ্র নামে এক ট্যুইটার ইউজার শেয়ার করেছেন বলে জানা গিয়েছে। তার পর থেকেই ভাইরাল হওয়া শুরু হয়েছে এই ভিডিওটি। অনেকে এই ভিডিও দেখে মজা করলেও বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ইউজার-ই কিন্তু ওই ওয়েটলিফটারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৷