প্রয়োজনের চেয়ে বেশি ভারি বারবেল, বিচারকদের সামনে এগিয়ে এ কী করলেন ওয়েটলিফটার!
ইন্টারনেটে এখন প্রায়শই মজার মজার নানান ভিডিও দেখতে পাওয়া যায়। এর মধ্যে কিছু ঘটনা একেবারেই আসল। অকস্মাৎ ঘটে যাওয়া ঘটনাগুলোকে সুযোগ বুঝেই রেকর্ড করা হয়। গত কয়েকদিন ধরে এক ওয়েটলিফটারের এমনই এক মজার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে (Viral News)। ভিডিওতে দেখা যাচ্ছে একজন বেশ কম ওজনের ওয়েটলিফটার একটি ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে পারফর্ম করছেন। আশপাশে অনেকেই বসে রয়েছেন এবং একটি টেবিলের সামনে কয়েকজন বিচারকও উপস্থিত রয়েছেন। আর এখান থেকেই শুরু হয় বিপত্তি। কেন না, প্রতিযোগিতার জন্য যে বারবেল রাখা হয়েছিল,…