‘উনি আমার উপর সন্তষ্ট নন’, মোদি প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের; কারণ হিসাবে ‘শুল্ক-ধাক্কার’ উল্লেখ

‘উনি আমার উপর সন্তষ্ট নন’, মোদি প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের; কারণ হিসাবে ‘শুল্ক-ধাক্কার’ উল্লেখ
ওয়াশিংটন : রাশিয়ান তেল কেনায় ভারতের উপর শুল্ক-চাপ বাড়িয়েছে আমেরিকা। এনিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আমার উপর সন্তুষ্ট নন।’ এনিয়ে প্রধানমন্ত্রী মোদি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলেও দাবি করেন। House GOP Member Retreat-এ এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “হ্যাঁ, ওঁর সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক। উনি অতটা খুশি নন, কারণ আপনারা জানেন ওরা (ভারত) এখন অনেকটা শুল্ক দিচ্ছে । কিন্তু, ওরা এখন রাশিয়ার থেকে উল্লেখযোগ্যভাবে তেল কেনা কমিয়েছে।” ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যার মধ্যে ২৫ শতাংশ শুল্ক রয়েছে যা বিশেষভাবে ভারতের রাশিয়ান তেল ক্রয়ের সঙ্গে সম্পর্কিত। এই পদক্ষেপ মস্কোর সঙ্গে জ্বালানি-বাণিজ্য বজায় রাখা থেকে বিভিন্ন দেশকে বিরত রাখতে চাপ-কৌশল ওয়াশিংটনের। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট বারবার হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়ান তেল আমদানি করা থেকে সরে না এলে ভারত অতিরিক্ত জরিমানার মুখোমুখি হতে পারে।

দিনকয়েক আগে দেশের মধ্যে ঢুকে খোদ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করেছে আমেরিকার সেনাবাহিনী। ট্রাম্পের পদক্ষেপে বিশ্বজুড়ে তোলপাড়, নিন্দার ঝড় উঠেছে। এরই মধ্যে ভারতকে বড়সড় হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার শুল্ক-হুমকি দেয় আমেরিকা। মনে করিয়ে দেয়, ‘রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ.’ করার প্রসঙ্গ।

ভেনিজুয়েলায় আক্রমণের পর ডোনাল্ড ট্রাম্প ফের হুঁশিয়ারি দেন ভারতকে। রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে গেলে ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রধানমন্ত্রী মোদির নাম নিয়েই হুঁশিয়ারি দেন। বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি জানেন, রাশিয়ার থেকে তেল আমদানি ইস্যুতে আমি অখুশি। আমাকে এ বিষয়ে খুশি করা খুব গুরুত্বপূর্ণ। ওরা এরকম চালিয়ে গেলে, আমরাও ওদের ওপর খুব তাড়াতাড়ি শুল্কের হার বাড়াব।’ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। এর আগেও ট্রাম্প বলেছিলেন, ‘ভারত রাশিয়া থেকে এত তেল কেনায় আমি হতাশ। আমি তাদেরকে এটা জানিয়েছি।’ হতাশা প্রকাশ করেও ‘সুসম্পর্কের বাতাস’ বইয়ে রাখতে ট্রাম্প বলেন, ‘মোদি খুব ভাল মানুষ।’

গত বছর আমেরিকা ৫০ শতাংশ শুল্ক কার্যকর করে ভারতের ওপর। ওই সিদ্ধান্তের পর ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট।

(Feed Source: abplive.com)