মুক্তির আগেই ছেঁড়া হল অঙ্কুশ-ঐন্দ্রিলার সিনেমার পোস্টার! ক্ষোভ উগরে দিলেন নায়ক

মুক্তির আগেই ছেঁড়া হল অঙ্কুশ-ঐন্দ্রিলার সিনেমার পোস্টার! ক্ষোভ উগরে দিলেন নায়ক

কলকাতা: রাত পোহালেই মুক্তি পাচ্ছে নতুন সিনেমা, ‘নারী চরিত্র বেজায় জটিল’। এই বছরের প্রথম বাংলা ছবি। মুখ্যচরিত্রে অঙ্কুশ হাজরা (Ankush Hazra) আর ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। অঙ্কুশ এর আগে ‘মির্জা’-র মতো বড় বাজেটের ছবির প্রযোজনা করেছেন। এই ছবি ও প্রযোজনা করছেন তিনি নিজেই। তবে ছবি মুক্তির আগের রাতেই অঙ্কুশের কাছে মনখারাপের খবর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ জানালেন, তাঁর ছবির কাটআউট নষ্ট করা হয়েছে।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নবীনা সিনেমার সামনে লাগানো হয়েছে, ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর বিশাল কাটআউট। কিন্তু সেই কাটআউট নষ্ট করে দেওয়া হয়েছে। কাটআউটের কার্যত গোটাটাই ছিঁড়ে ফেলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে অঙ্কুশ লিখেছেন, ‘মানুষ মানুষের ক্ষতি করে কি আনন্দ পায় কে জানে । নারী চরিত্র বেজায় জটিল এর ৩০ ফুট এর coutout এই ভাবে নষ্ট করে দেওয়া হলো navina হল এর সামনে । অবাক লাগে ভাবলে কোন জগতে আমরা বসবাস করছি ।’

কেন এইরকম পোস্টার ছেঁড়া হল, তার কোনও উত্তর নেই স্বয়ং ছবির কোনও নায়ক নায়িকার কাছেও। গোটা বিষয়টা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অঙ্কুশ। তবে এই ঘটনায় তাঁরা যে যথেষ্ট বিব্রত আর আহত.. তা স্পষ্ট। অঙ্কুশের এই পোস্ট দেখে টলিপাড়ায় শোরগোল.. কে এই কাজ করল, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। তবে কোনও সদুত্তর পাওয়া যায়নি। কমেন্টে অঙ্কুশের অনেক অনুরাগীই বলেছেন যে, ছবির ফলাফলই আসল কথা বলবে। এই সমস্ত বিষয়ে যেন অভিনেতা প্রযোজন মাথা না ঘামান।

এর আগে, ‘রক্তবীজ ২’-তে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কুশ। যথেষ্ট প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এর আগে অঙ্কুশকে এইরকম কোনও নেতিবাচক চরিত্রে দেখা যায়নি। দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল তাঁর অভিনয়। অঙ্কুশ সবসময়েই বলে এসেছেন, তিনি নিজের পছন্দমতো চরিত্রে, নিজের শর্তে অভিনয় করতে চান। সেই কারণেই প্রযোজনা সংস্থা খোলা তাঁর। নতুন ছবি কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষায়।

(Feed Source: abplive.com)