
কী হয়েছে তাঁর?
তলপেটের সমস্যায় কাবু হায়দরাবাদের ক্রিকেটার। রাজকোটে বুধবার তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। সেখানেই বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে গিয়েছিলেন তিলক। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তিলককে। তিনি শুক্রবার হায়দরাবাদের বাড়িতে ফিরে যাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, তিলক এখন স্থিতিশীল ও দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, তিলকের শারীরিক সমস্যা কেটে গেলে এবং অস্ত্রোপচারের ক্ষত শুকিয়ে গেলে ধীরে ধীরে শরীরচর্চা ও ট্রেনিং শুরু করবেন। তারপর নেট প্র্যাক্টিসের দিকে যেতে পারবেন।
🚨 NEWS 🚨
Tilak Varma ruled out of the first three T20Is against New Zealand.
His availability for the remaining two matches will be assessed based on his progress during the return-to-training and skill phases.
Details 🔽 | #TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank…
— BCCI (@BCCI) January 8, 2026
যদিও দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ। ঠিক এক মাস পরেই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সেখানে খেলতে পারবেন তিলক বর্মা? গুরুতর প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে। একমাসের মধ্যে কতটা ফিট হয়ে উঠবেন তিলক, তা নিয়ে রয়েছে জল্পনা।
ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, আপাতত নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচে খেলতে পারবেন না তিলক। পরের দুই ম্যাচে তিনি খেলবেন কি না, তা তাঁর শারীরিক অবস্থার গতিবিধি যাচাই করে জানানো হবে।
এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে তিলকের ইনিংস সকলকে চোখে আঙুল দিয়ে তাঁর দক্ষতা দেখিয়ে দিয়েছিল। আসন্ন বিশ্বকাপেও তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে সেই তিলকই তলপেটে চোট পেয়েছেন। সেই চোটের কারণেই তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। হায়দরাবাদের হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে রাজকোটে উপস্থিত ছিলেন তিলক। সেইখানেই ম্যাচের আগে তিলক পেটে ব্যথার কথা জানান।
তিলকের বিষয়ে এক বিসিসিআই আধিকারিক PTI-কে সাক্ষাৎকারে জানান, ‘রাজকোটে বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদ দলের অঙ্গ তিলক বর্মা, সেখানেই তিনি টেস্টিকুলারে প্রবল ব্যথা অনুভব করেন এবং সেই বিষয়ে জানান। সেখান থেকে তাঁকে তড়িঘড়ি গোকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই স্ক্যানের পর তাঁর টেস্টিকুলার টরসিয়ন ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তাঁর অস্ত্রোপচার করার পরামর্শ দেওয়া হয়। আমাদের বিশেষজ্ঞর থেকেও আমরা মতামত নিই এবং তিনিও একই কথা বলেন। তিলকের সফলভাবে অস্ত্রেপচার হয়েছে এবং উনি এখন ভাল আছেন। ওঁর শারীরিক বিষয় এবং কবে মাঠে ফিরতে পারবেন, তা মেডিক্যাল দলের সঙ্গে আলোচনার করার পরে আরও আপডেট পেলেই আমরা জানাব।’
(Feed Source: abplive.com)
