বিপদ এড়াতে কলকাতার সমস্ত বিদ্যুতের খুঁটির আর্থিং পরীক্ষা করবে পুরসভা

বিপদ এড়াতে কলকাতার সমস্ত বিদ্যুতের খুঁটির আর্থিং পরীক্ষা করবে পুরসভা

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা রুখতে বিশেষ যন্ত্র দিয়ে সমস্ত ল্যাম্প পোস্ট পরীক্ষা করবে পুরসভা। সমস্ত ল্যাম্প পোস্টে আর্থিং ঠিক মতো কাজ করছে কি না জানতে পরীক্ষা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকের পরামর্শে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি কলকাতায় বেশ কয়েকটি মৃত্যুতে বিদ্যুতের খুঁটিতে তড়িদাহত হওয়ার অভিযোগ ওঠে। তার মধ্যে রাজাবাজার ও ট্যাংরার ২টি ঘটনায় বেশ বিতর্ক হয়। এর পরই শহরের বিদ্যুতের খুঁটি নিরাপদ করার উদ্যোগ নেয় পুরনিগম। এদিন ফিরহাদ জানিয়েছেন। মেগার যন্ত্র দিয়ে বিদ্যুতের খুঁটি গুলি পরীক্ষা করা হবে। কোনও খুঁটিতে আর্থিং না থাকলে তা ধরা পড়বে সহজেই।

সঙ্গে তিনি বলেন, কোথাও কোনও বিদ্যুতের খুঁটি বিপজ্জনক অবস্থায় থাকলে ছবি তুলে শো ইট টু মেয়র ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করব। তবে ট্যাংরা ও রাজাবাজারের মৃত্যুতে পুরসভার কোনও দায় নেই বলে জানিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, ট্যাংরায় আগেই আগুন লেগেছিল। তার পর ওই ব্যক্তি তড়িদাহত হন। ওদিকে রাজাবাজারে হুকিংয়ের জেরে স্কুল পড়ুয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে জানান তিনি।