
তেহরান : ‘আন্দোলন চালিয়ে যান, সাহায্য পৌঁছাচ্ছে।’ আগের দিনই ইরানের সরকার-বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা পাঠিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার পাল্টা সতর্কবার্তা জারি করল ইরানও। মার্কিন সেনাবাহিনীকে আশ্রয় দেওয়া প্রতিবেশীদের সতর্ক করে দিল তেহরান। ওয়াশিংটন যদি আক্রমণ করে, তাহলে মার্কিন সেনাঘাঁটিগুলিতেও পাল্টা আঘাত করা হবে। বুধবার সংবাদ সংস্থার কাছে এমনই মন্তব্য করেছেন ইরানের আধিকারিক। দেশে চলতে থাকা প্রতিবাদে যোগদানকারীদের পক্ষ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর আক্রমণ রুখতে তৎপরতা শুরু করেছে ইরান। তিন কূটনীতিক বলেছেন, ওই এলাকায় আমেরিকার প্রধান বায়ুসেনা ঘাঁটি ছাড়ার জন্য কিছু কর্মীকে উপদেশ দেওয়া হয়েছে। যদিও গত বছর ইরানের মিসাইল হামলার আগে যেরকম তৎপরতা দেখা গিয়েছিল, সেইমতো বৃহৎ আকার বাহিনীর স্থানান্তর দেখা যায়নি এখনও।
ইরানে অশান্তি পর্বে মধ্যস্থতার জন্য বারবার বার্তা পাঠিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিবাদীদের সমর্থনের কথা বলছেন। এদিকে এমন তথ্য সামনে এসেছে যে, ধর্মীয় শাসনকালে ইরানে চলতে থাকা প্রতিবাদে ২৬০০ মানুষ ইতিমধ্যেই নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ট্রাম্প মধ্যস্থতার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইজরায়েলের এক আধিকারিক। যদিও কখন হবে পদক্ষেপ তা স্পষ্ট করা হয়নি।
(Feed Source: abplive.com)
