
মুম্বই: ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচেই শতরান হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ম্য়াচে ২৩ রানের ইনিংস খেলে আউট হন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু তিন নম্বর পজিশনে আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে কিং কোহলিই যে সর্বকালের সেরা ব্যাটারদের একজন, তা বলাই বাহুল্য। এবার কিউয়িদের বিরুদ্ধে সিরিজে নতুন এক রেকর্ড গড়ার হাতছানি রয়েছেন বিরাট।
আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বর পজিশনে বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৪৫টি ওয়ান ডে ম্য়াচে খেলে ২৪২ ইনিংসে নেমেছেন। ব্যাট হাতে মোট ১২,৫২৯ রান করেছেন তিন নম্বর পজিশনে ব্যাটিং করে। এই পজিশনে ব্যাটিং করে ৬১ গড়ে রান করেছেন। এই সময়কালের মধ্যে মোট ৪৬টি সেঞ্চুরি ও ৬৭টি অর্ধশতরান করেছেন। চলতি সিরিজে আর ১০৩ রান করতে পারলেই এই পজিশনে ব্যাটিং করতে নেমে সর্বকালের সেরা ব্যাটার হয়ে যাবেন বিরাট কোহলি।
ওয়ান ডে ফর্ম্য়াটে তিন নম্বর পজিশনে রিকি পন্টিং ১২,৬৬২ রান করেছেন। মোট ৩৩৫টি ওয়ান ডে-তে ৩৩০ ইনিংসে ব্যাটিং করেছিলেন। এই পজিশনে ব্যাটিং করতে নেমে ৪২.৪৮ গড়ে ব্যাটিং করেছেন। আর ২৯টি সেঞ্চুরি ও ৭৪টি অর্ধশতরান রয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তিকে টেক্কা দিতে আর একটি বড় শতরানের ইনিংসই যথেষ্ট কোহলির জন্য।
এদিকে, ২০২১ সালে জুলাইয়ের পর ২০২৬ সালের জানুয়ারি। প্রায় সাড়ে চার বছর পর ফের সিংহাসনে উঠে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বঢোদরায় ৯৩ রানের ইনিংস খেলার পর ব্যাটারদের মুকুট পেলেন কোহলি। অন্য়দিকে কিউয়ি ব্যাটার ড্যারেল মিচেল প্রথম ম্য়াচে ৭১ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। তিনি দ্বিতীয় স্থানে উঠে এলেন। যার ফলে রোহিত তিনে নেমে এসেছেন। প্রথম ম্য়াচে বঢোদরায় ২৯ বলে ২৬ রানের ইনিংস খেলেছিলেন রোহিত। পয়েন্ট তালিকায় রেটিংয়ের নিরিখে বিরাট কোহলি ৭৮৫ পয়ন্টে নিয়ে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা মিচেল ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে আছেন। রোহিত শর্মা ৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া প্রথম দশে আর কোনও বদল হয়নি। কে এল রাহুল তালিকায় ১১ নম্বর স্থানে রয়েছেন। ২১ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেছিলেন বঢোদরায়। অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে রাহুলের পরেই আছেন। রোহিত গত অস্ট্রেলিয়া সিরিজে সেঞ্চুরি হাঁকানোর পর তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন।
(Feed Source: abplive.com)
