ওয়ান ডে ফর্ম্য়াটে তিন নম্বর ব্যাটিং পজিশনে সর্বসেরা কি কিং কোহলিই?
মুম্বই: ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচেই শতরান হাঁকিয়েছিলেন। দ্বিতীয় ম্য়াচে ২৩ রানের ইনিংস খেলে আউট হন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু তিন নম্বর পজিশনে আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে কিং কোহলিই যে সর্বকালের সেরা ব্যাটারদের একজন, তা বলাই বাহুল্য। এবার কিউয়িদের বিরুদ্ধে সিরিজে নতুন এক রেকর্ড গড়ার হাতছানি রয়েছেন বিরাট। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বর পজিশনে বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৪৫টি ওয়ান ডে ম্য়াচে খেলে ২৪২ ইনিংসে নেমেছেন। ব্যাট হাতে মোট ১২,৫২৯ রান করেছেন তিন নম্বর পজিশনে ব্যাটিং করে।…

