
তবে তামিমের এই মন্তব্যের পরেই তাঁর দিকে কটূক্তি ধেয়ে আসে। তামিমকে ‘ভারতের চর’ বলে আক্রমণ শানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) ফিনান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল। নাজমুল ফেসবুকে তামিমকে আক্রমণ করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আজ দেশের মানুষ নিজেদের চোখে দেখল ভারতের চর হিসাবে প্রমাণিত একজনের মন্তব্য।’
বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটাররা এই মন্তব্যের কড়া নিন্দা করলেও, এতদিন চুপই ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এবার অবশেষে তারা মুখ খুলল। এহেন মন্তব্য যে তারা কোনওভাবেই সমর্থন করেনা, তা সাফ এক বিবৃতিতে জানিয়ে দিল বিসিবি। তারা জানায়, ‘সম্প্রতি বোর্ডের এর সদস্যের মন্তব্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের মতামত ব্যক্ত করতে চায়। বোর্ডের তরফে অনৈতিক, আক্রমণাত্মক এবং আঘাত করার মতো এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে। এহেন মন্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতবিরুদ্ধ এবং বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত কোনও ব্যক্তির থেকেও অনভিপ্রেত। বিসিবি স্পষ্টভাবে জানাতে চাই বোর্ড এরকম মন্তব্যকে সমর্থন করে না।’
পাশাপাশি বাংলাদেশ বোর্ডের তরফে আরও দাবি করা হয় ক্রিকেটারদের প্রতি অপমানজনক কোনও মন্তব্য কেউ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দিতে চায় যে ক্রিকেটারদের প্রতি কটূক্তি বা খারাপ আচরণ যা সংস্থার নাম এবং সম্মান খারাপ করতে পারে, কেউ এমন মন্তব্য করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ জানায় বিসিবি।
প্রসঙ্গত উল্লেখ্য, এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে আইসিসির আলোচনা অব্যাহত। মঙ্গলবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সঙ্গে তাঁদের বৈঠক হয় বলেও বিসিবি জানিয়েছে। তবে তাঁদের বিবৃতিতে এও জানানো হয় যে আইসিসি তাদের নিজেদের স্থান পুনর্বিবেচনা করতে বলেছে। ফলে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ ঘিরে জট অব্যাহত।
(Feed Source: abplive.com)
